সংবাদ প্রতিদিন ব্যুরো: সুপ্রিম রায়ে চাকরিহারা শিক্ষকরা চাইলে উচ্চ মাধ্যমিকের খাতা দেখতেই পারেন, সাফ জানাল সংসদ। তবে কেউ যদি ফেরত দিতে চান, তাতেও বাধা দেওয়া হবে না বলেই খবর। অর্থাৎ চাকরিহারারা উচ্চ মাধ্যমিকের খাতা দেখবেন কি না, সেই সিদ্ধান্ত তাঁদের হাতেই ছাড়ল সংসদ।
সুপ্রিম রায়ে রাতারাতি চাকরি হারা হয়েছেন রাজ্যের ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মী। এদিকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের খাতা দেখা চলছিল। স্বাভাবিকভাবেই চাকরিহারা সমস্ত শিক্ষকের কাছেই কমবেশি খাতা ছিল। ফলত তাঁদের চাকরি বাতিল হতেই প্রশ্ন ওঠে মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের খাতা কী হবে। চাকরিহারা শিক্ষকরা কি খাতা দেখার অনুমতি পাবেন? যদিও বা অনুমতি পাওয়া যায়, সেক্ষেত্রে চাকরিহারারা কি আদৌ খাতা দেখছে চাইবেন? মঙ্গলবার এবিষয়ে অবস্থান করেছে সংসদ। সাফ জানানো হয়েছে, স্বেচ্ছায় খাতা দেখতেই পারেন চাকরিহারারা। তবে সিদ্ধান্ত একেবারেই শিক্ষকদের।
উল্লেখ্য, নিয়োগ প্রক্রিয়া ‘অসাংবিধানিক’ ও ‘প্রাতিষ্ঠানিক দুর্নীতি’ বলে তোপ দেগে সম্প্রতি এসএসসির ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট। এক নিমেষে চাকরি হারিয়েছেন ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মী। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সেই চাকরিহারাদের মধ্যে যারা ‘যোগ্য’ তাঁদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বারবার জানান, ‘যোগ্য’ একজনেরও চাকরি যাবে না। একাধিক বিকল্প পরিকল্পনা করা রয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি মুখ্যমন্ত্রী সকলকে নিয়মিত স্কুলে যাওয়ার কথা বলেছিলেন। বলেছিলেন, “কাজ করে যান। বাচ্চাদের শিক্ষা দিন। ২ টো মাস কষ্ট করুন।” তারপর অনেকেই যেমন স্কুলে যাচ্ছেন, অনেকে আবার সিদ্ধান্ত নিয়েছেন না যাওয়ার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.