সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যোগ্য-অযোগ্যের জটিলতায় সুপ্রিম কোর্ট বাতিল করেছে ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মীর চাকরি। এরপর? ভবিষ্যৎ কী? এই প্রশ্নের উত্তর পেতে সোমবার নেতাজি ইন্ডোরের সমাবেশে শামিল হন চাকরিহারারা। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সাফ জানিয়েছেন, একজন যোগ্য প্রার্থীরও চাকরি যাবে না। তবে এই মুহূর্তে সুপ্রিম রায়ের কথা মাথায় রেখে সকলকে স্বেচ্ছাশ্রমের কথা বলেছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “আপনারা বাচ্চাদের পড়ান। সরকার পাশে আছে।” মুখ্যমন্ত্রীর পাশে থাকার আশ্বাসের পর কী বলছেন চাকরিহারারা?
মুখ্যমন্ত্রীর এই বার্তার পরই সবমহলের প্রশ্ন, এবার কী করবেন চাকরিহারা শিক্ষক-শিক্ষাকর্মীরা? স্কুলে যাবেন কি? নেতাজি ইন্ডোরের সমাবেশ থেকে বেরিয়ে কমবেশি সকলেই জানালেন, তাঁরা স্কুলে যাবেন। কিন্তু সুপ্রিম কোর্ট বাতিল করেছে চাকরি, এই পরিস্থিতিতে স্কুলে গেলেও ভবিষ্যৎ কী। বেতন-সহ যাবতীয় সুযোগ-সুবিধা কি মিলবে? এই প্রশ্ন রয়েছে অধিকাংশের মনে। তবে মুখ্যমন্ত্রীর উপর ভরসা রয়েছে, এমনটাই জানিয়েছেন ‘যোগ্য’ চাকরিহারারা। কমবেশি প্রায় সকলেই স্কুলে যেতে প্রস্তুত। তবে ভিন্নমতও রয়েছে।
এবিষয়ে গোসাবা হাই স্কুলের শিক্ষক প্রতাপ রায়চৌধুরী বলেন, “স্কুলে যাব। তবে স্বেচ্ছাশ্রমের প্রশ্ন নেই। নোটিস না পাওয়া পর্যন্ত স্কুলে যাব। এখনও সরকারেরই বেতন দেওয়ার কথা।” কারও গলায় আক্ষেপের সুর। ঝাড়গ্রামের শিক্ষক বিনয় মণ্ডলের কথায়, “আমি আশ্বাসে বিশ্বাসী নই। ফল চাই। যে পদে ছিলাম, সেই পদেই রাখতে হবে।” তবে নিয়মিত স্কুলে যাবেন বলেও জানান তিনি। কেউ আবার জানিয়েছেন মুখ্যমন্ত্রীর উপর সম্পূর্ণ আস্থা রয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.