Advertisement
Advertisement
National Flag

নিউটাউনে জাতীয় পতাকার অবমাননা! তেরঙ্গায় ঢাকছে একাধিক অস্থায়ী ঝুপড়ি দোকান

ক্ষমতার দম্ভ! তেরঙ্গার এই 'অপমান' দেখে বলছেন পথচারীরা।

Slums areas of New Town covered with national flag of India makes shameful situation ahead of Independence Day | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:August 11, 2023 11:48 am
  • Updated:August 11, 2023 11:53 am  

দিশা ইসলাম, বিধাননগর: স্বাধীন ভারতের ৭৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে ‘অমৃত মহোৎসব’ পালন করছে কেন্দ্র সরকার৷ আর সেই সরকার পরিচালিত G-20 সম্মেলনকে ঘিরে গর্বের তেরঙ্গা পতাকা অবমাননার অভিযোগ উঠছে খোদ নিউটাউন (New Town) স্মার্ট সিটিতে৷ সপ্তাহ পেরলেই ১৫ আগস্ট৷ দেশজুড়ে স্বাধীনতা দিবস (Independence Day) উৎযাপন হবে৷ তারই প্রাক্কালে নিউটাউনে শহরের একাংশ অস্থায়ী ঝুপড়ি দোকান ঢাকা পড়েছে জাতীয় পতাকার আদলে তেরঙ্গা কাপড়ে৷ এ যেন কেউ দেখেও দেখছে না৷ হুঁশ নেই কোনও পক্ষেরই৷ যদিও নিউটাউনে তেরঙ্গা পতাকার এই অপব্যবহার দেখে লজ্জায় মুখ ঢাকছেন পথচারীরা৷ তাঁদের অনেকেই বলছেন, এ যেন ক্ষমতার দম্ভ!

Advertisement

কেন এই অপব্যবহার? পুলিশ সঙ্গে কথা বলে জানা যাচ্ছে, রাজ্যে শুরু হচ্ছে G-20 সম্মেলন৷ সেখানে অংশ গ্রহণকারী দেশ-বিদেশের অতিথিরা আগামী ১১ আগস্ট নিউটাউনের ইকোপার্ক (Eco Park) আইল্যান্ডে নৈশভোজ সারবেন৷ সেই কর্মসূচির আগে সেজে উঠছে নিউটাউন৷ আর তাতেই শহরে জাতীয় পতাকা (National Flag) অবমাননার অভিযোগ উঠছে৷ কেমন ভাবে? জানা গেছে, জি-টোয়েন্টি সম্মেলনে যোগদানকারী অতিথিদের ইকো পার্ক আইল্যান্ডে যাতায়াতের পথ দৃষ্টিনন্দন করা হচ্ছে৷ পার্কের চারপাশ আঁটোসাঁটো নিরাপত্তায় মোড়া হবে৷ সেই অংশে পার্কের চারপাশের অস্থায়ী চা, জল, ফাস্টফুড ইত্যাদি খাবারের গুমটি দোকানগুলি বুধবার থেকে আগামী তিনদিন বন্ধ করেছে প্রশাসন৷

[আরও পড়ুন: ‘হাত-পা বাঁধা’, শিক্ষক পোস্টিং মামলায় সুপ্রিম কোর্টের স্থগিতাদেশে হতাশ বিচারপতি গঙ্গোপাধ্যায়]

এ পর্যন্ত ঠিকই ছিল৷ বুধবার এলাকা ঘুরে দেখা যায়, বিশ্ববাংলা সরণির উপর নবাবপুর মোড় অর্থাৎ ইকো পার্কের চার নম্বর গেট লাগোয়া অস্থায়ী খাবারের দোকান ও নির্মীয়মান সাবওয়ের একাংশ মুড়ে দেওয়া হয়েছে তেরঙ্গায়৷ আর তা দেখে অনেকেই জাতীয় পতাকা অমবাননার কথা বলছেন৷ দূর থেকে দাঁড়িয়ে দেখলে মনে হচ্ছে, স্বাধীনতার প্রাক্কালে দেশের তেরঙ্গা পতাকা লম্বা করে টাঙিয়ে রাখা হয়েছে৷ স্থানীয়দের বক্তব্য, যে কোনও বড় অনুষ্ঠানেই ইকো পার্কের চারপাশের এলোমেলো দোকানপাটগুলি কাপড়ে ঢেকে ফেলে পুলিশ৷ বন্ধ হয় অটো, টোটোর যান চলাচল৷ তবে এবার স্বাধীনতার প্রাক্কালে দোকান ঢেকে ফেলতে গিয়ে তেরঙ্গা কাপড় ব্যবহারে করে কার্যত দেশের জাতীয় পতাকার মর্যাদা লঙ্ঘন করছে আয়োজনকারী সংস্থা৷

[আরও পড়ুন: গবেষণাক্ষেত্রে নক্ষত্রপতন, প্রয়াত বিশিষ্ট বিজ্ঞানী বিকাশ সিনহা]

এ ব্যাপারে শহরের একটি আবাসিক সংগঠন নিউটাউন ফোরাম অ্যান্ড নিউজের সম্পাসক সমরেশ দাস জানিয়েছেন, ”শুনেছি জাতীয় পতাকা কাপড় ব্যবহারে ইকো পার্কের চার নম্বর গেটের কাছের অস্থায়ী দোকানগুলি মুড়ে ফেলা হয়েছে৷ তেরঙ্গা কাপড়ের অবমাননা না করে, অন্য কাপড় দিয়ে ঢাকতে পারত কর্তৃপক্ষ৷”

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement