সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ যেন ঠিক উলট পুরাণ! একসময় যিনি চাকরিপ্রার্থীদের হয়ে আদালতে আইনি লড়াই লড়েছিলেন, আজ তাঁর বিরুদ্ধে আন্দোলনে শামিল এসএলএসটির নিয়োগ প্রার্থীরা। মঙ্গলবার বাম নেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য়ের বাড়ির বাইরে বিক্ষোভ দেখালেন তাঁরা। অভিযোগ, অপ্রাসঙ্গিক মামলা করে নিয়োগ আটকে দিয়েছেন বর্ষীয়ান আইনজীবী। পালটা বিকাশ ভট্টাচার্যের দাবি, “পুরোটাই শাসকদলের রাজনৈতিক চক্রান্ত। ওরাই চাকরিপ্রার্থীদের বুঝিয়েছে আমার বাড়ির সামনে এসে বিক্ষোভ করতে।”
দুর্নীতিমুক্ত নিয়োগের দাবিতে কলকাতা হাই কোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের এজলাসে মামলা করেছিলেন কর্মশিক্ষা ও শারীরশিক্ষা চাকরিপ্রার্থীরা। সেই সময় তাঁদের হয়ে মামলা লড়ে মামলাকারীদের পক্ষে রায় এনে দিয়েছিলেন বিকাশ ভট্টাচার্য। ১০ নভেম্বর থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। চাকরিপ্রার্থীদের অভিযোগ, সেই সময় বাম নেতা আবার কিছু অপ্রাসঙ্গিক মামলা করেন। যার জেরে থমকে গিয়েছে তাঁদের নিয়োগ। এর প্রতিবাদেই মঙ্গলবার মুকুন্দপুর থেকে বিকাশ ভট্টাচার্যের বাড়ি পর্যন্ত মিছিল করে বিক্ষোভ দেখানোর পরিকল্পনা করেছিলেন তাঁরা। শুরু করলেও পুলিশি অনুমতি না থাকায় মাঝপথে মিছিল আটকে দেওয়া হয়। এরপর তিনজনকে বাম আইনজীবীর সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়। আন্দোলনকারীদের সঙ্গে মুখোমুখি বসে কথা বলেন তিনি।
চাকরিপ্রার্থীদের অভিযোগ, অপ্রাসঙ্গিক কিছু মামলা লড়ছেন বিকাশ ভট্টাচার্য। মামলাকারীদের আবেদনের কোনও ভিত্তিই নেই। যার জন্য় আমাদের নিয়োগ আটকে রয়েছে। এর প্রতিবাদেই আমরা ওঁর বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছি। আন্দোলনকারীদের মুখোমুখি বসে বিকাশ ভট্টাচার্য জানান, আমি আইনজীবী। আমার কাজ সওয়াল করা। নিয়োগ দেওয়ার কোনও ক্ষমতা নেই আমার। তিনি আরও জানান, চাকরিপ্রার্থীদের যা দাবি রয়েছে তা যেন লিখিতভাবে আদালতে জমা করেন। যা হওয়ার সেটা আদালতেই হবে।
বিকাশ ভট্টাচার্যকে আরও বলতে শোনা যায়, “যাঁরা আমার বাড়িতে মিছিল করে আসছেন তাঁদের চাকরি পাওয়ার নূন্যতম যোগ্য়তা নেই। কারণ ওঁদের এই বোধটা নেই যে আইনজীবীর নিয়োগ দেওয়ার ক্ষমতা নেই।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.