সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এমএলএ হস্টেলের গেটের বাইরে বিক্ষোভে ২০১৬ সালের SLST চাকরিপ্রার্থীরা। টেনেহিঁচড়ে তাঁদের সরানোর চেষ্টা পুলিশের। ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি কিড স্ট্রিটে। বিক্ষুদ্ধদের দাবি, বুধবারই বিধানসভায় আলোচনা করতে হবে তাঁদের নিয়োগ নিয়ে।
রাজ্যের অশান্তি থেকে মণিপুর, সব ইস্যুই উঠছে বিধানসভায়। কিন্তু কেউ তুলছে না চাকরি প্রার্থীদের প্রসঙ্গ। এই অভিযোগ তুলেই বুধবার সকালে কলকাতার কিড স্ট্রিটে এমএলএ হস্টেলের গেটে বসে পড়েন ২০১৬ সালের এসএলএসটি চাকরি প্রার্থীরা। তাঁদের অভিযোগ, বিধানসভায় কেউ নিয়োগে জটিলতার প্রসঙ্গ তুলছে না। বিক্ষোভকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। রাজ্যের নিন্দায় সরব হন বিজেপি বিধায়ক নিলাদ্রীশেখর দানা, শংকর ঘোষেরা। কান্নায় ভেঙে পড়েন চাকরী প্রার্থীরা।
এদিকে বিক্ষোভকারীদের হঠাতে ময়দানে নামে পুলিশ। প্রথমে ৫ মিনিটের মধ্যে জায়গা খালি করার নির্দেশ দেওয়া হয়। কিন্তু তা মানতে রাজি হয়নি বিক্ষোভকারীরা। তাঁদের কথায়, “আমাদের এখানে থাকার কথা ছিল না। আমাদের স্কুলে যাওয়ার কথা ছিল। কিন্তু ৯০০ দিন ধরে বিক্ষোভে রাস্তায় আমরা। আমাদের কথা কেউ ভাবছে না।” এরপরই বিক্ষোভকারীদের টেনে হিঁচড়ে তোলার চেষ্টা করে পুলিশ। বাধা দেন শংকর ঘোষ। তিনি স্পষ্টভাবে জানিয়েদেন, মহিলা পুলিশ ছাড়া মহিলাদের তোলা যাবে না। এরপরই একটি বাস আনা হয়। বিক্ষুদ্ধদের আটক করে নিয়ে যাওয়া হয় লালবাজারে।
বুধবার বিধানসভা অধিবেশনে ওঠে বিক্ষোভ প্রসঙ্গ। সেখানেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, “গণতান্ত্রিকভাবে আন্দোলন করার অধিকার সকলের আছে। তবে এমএলএ হস্টেলের গেট আটকে এভাবে নয়। অন্যের কাজে ব্যাঘাত ঘটিয়ে আন্দোলন নয়।অনেকে আমাকে ফোন করেছে। আমি প্রশাসনকে ব্যবস্থা নিতে বলেছি।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.