ফাইল চিত্র
অভিরূপ দাস: এবার পুলিশের পোশাক তৈরি করবেন কলকাতা পুরসভার স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা। পুরসভা সূত্রে খবর, শুধুমাত্র পুলিশের পোশাক নয়, সরকারি হাসপাতালের চিকিৎসক, নার্সদের পোশাক তৈরির বরাতও পাবেন তাঁরা।
প্রায় ৩৫ হাজার পুলিশকর্মী রয়েছেন কলকাতা পুলিশের আওতায়। বিপুল এই বরাতের অপেক্ষা করছেন কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডের স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা।
কলকাতা পুরসভার সমাজকল্যাণ এবং নগর দারিদ্র দূরীকরণ বিভাগের অধীনে পরিচালিত হয় এই স্বনির্ভর গোষ্ঠীগুলি। এখানে গাড়ি চালানো, সেলাই, নার্সিং, রান্নাবান্না-সহ হাতের কাজের নানাবিধ প্রশিক্ষণ দেওয়া হয়। পুরসভার ১৪৪টি ওয়ার্ডের মধ্যে সবচেয়ে বেশি স্বনির্ভর গোষ্ঠী রয়েছে ১৪৩ নম্বর ওয়ার্ডে। সেখানে ৯৭টি স্বনির্ভর গোষ্ঠীতে কাজ করেন প্রায় ৩ হাজার মেয়ে। পুলিশের পোশাক তৈরির বরাত এলে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের স্থায়ী আয় হবে বলে জানিয়েছেন মেয়র পারিষদ মিতালি বন্দ্যোপাধ্যায়।
প্রতিটি ওয়ার্ডে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের মধ্যে যাতে সমভাবে কাজের বণ্টন হয় সম্প্রতি তার জন্য সিটি লেভেল ফেডারেশন তৈরি করছে কলকাতা পুরসভা। পুরসভার ১৬টি বরোর মধ্যে ইতিমধ্যেই দু’টি বরোতে তৈরি হয়েছে এই সিটি লেভেল ফেডারেশন। মেয়র পারিষদ (সমাজ কল্যাণ এবং নগর দারিদ্র দূরীকরণ) মিতালি বন্দোপাধ্যায় জানিয়েছেন, প্রতিটি ওয়ার্ডে রয়েছে স্বনির্ভর গোষ্ঠী। কোথাও তা ১০টা, কোথাও বারোটা, কোথাও বা পঞ্চাশের বেশি। সংখ্যার ওপর ভিত্তি করে রয়েছে এরিয়া লেভেল ফেডারেশন। তার মাথায় রয়েছে একজন। তবু কেন প্রয়োজন হল সিটি লেভেল ফেডারেশন করার?
মেয়র পারিষদ জানিয়েছেন, অনেক সময় দেখা যাচ্ছে যে পুকুরে মাছ চাষের কাজ করছে সেই আবার স্কুলের পোশাক তৈরির বরাত পেয়ে যাচ্ছে। কেউ কেউ আবার কোনও কাজ পাচ্ছে না। এবার থেকে সিটি লেভেল ফেডারেশন লক্ষ রাখবে যে প্রতিটি স্বনির্ভর গোষ্ঠীর মধ্যে যেন সমভাবে কাজের বণ্টন হয়। প্রত্যেকের রোজগার সুনিশ্চিত করতে সিটি লেভেল ফেডারেশন। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে জানুয়ারি মাসে তিনদিন ব্যাপী পৌষমেলার আয়োজন করেছে কলকাতা পুরসভা। সূত্রের খবর, এখানে কলকাতা পুরসভার স্বনির্ভর গোষ্ঠীর মধ্য থেকে বাছাই করা সেরা সত্তরটি স্টল বসবে। এ মেলার উদ্বোধন করবেন মেয়র ফিরহাদ হাকিম। জানুয়ারি ৫ থেকে সাত স্বনির্ভর গোষ্ঠীর মেলা বসবে বাঘাযতীন আই ব্লকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.