সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণেশ্বরের আদলে কালীঘাটেও স্কাইওয়াক তৈরির জন্য ১২৫ কোটি টাকা বরাদ্দ করল রাজ্য সরকার। এসপি মুখার্জি রোড থেকে কালী টেম্পল রোড পর্যন্ত প্রায় সাড়ে চারশো মিটার লম্বা একটি স্কাইওয়াক তৈরি করবে কেএমডিএ। স্কাইওয়াক ওঠার জন্য থাকবে তিনজোড়া চলমান সিঁড়িও। বুধবার এলাকা পরিদর্শনের পর একথা জানিয়েছেন কলকাতা মেট্রোপলিটন ডেভলপমেন্ট অথরিটি বা কেএমডিএ আধিকারিকরা।
[বেসরকারি স্কুলের বাড়বাড়ন্ত রুখতে কড়া আইন আনছে স্কুলশিক্ষা দপ্তর]
কালীপুজোর আগে দক্ষিণেশ্বরে শহরের প্রথম স্কাইওয়াকটির উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা। রানি রাসমণি স্কাইওয়াকের মাধ্যমে এখন স্টেশন থেকে সরাসরি মন্দিরে পৌঁছে যাচ্ছেন দর্শনার্থীরা। দক্ষিণেশ্বরের মন্দিরের সামনের রাস্তায় দু’পাশে আগে ছিল একাধিক দোকান। বিকিকিনির কারণে নিত্য যানজট লেগেই থাকত। দক্ষিণেশ্বর মন্দিরে পৌঁছে অনেক সময় লেগে যেতে ভক্তদের। বছর তিনেক আগে স্টেশন থেকে সরাসরি মন্দিরে পৌঁছনোর জন্য দক্ষিণেশ্বরে স্কাইওয়াক তৈরির সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১০.১৫ মিটার লম্বা ও ৩৪০ মিটার চাওড়া স্কাইওয়াকটি তৈরিতে খরচ হয়েছে ৬০ কোটি টাকা। সময় লেগেছে তিন বছর। গত ৫ নভেম্বর দক্ষিণেশ্বরে রানি রাসমণি স্কাইওয়াকের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধন অনুষ্ঠানে সতীপাঠ কালীঘাটেও একটি স্কাইওয়াক তৈরির কথা ঘোষণা করেছিলেন তিনি। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই প্রশাসনিক স্তরেও তৎপরতা শুরু হয়ে যায়।
রানি রাসমণি প্রতিষ্ঠিত দক্ষিণেশ্বর মন্দিরের মতোই কালীঘাটের মন্দিরের গুরুত্বও কিছু কম নয়। আদিগঙ্গা তীরে এই মন্দির রাজ্যের অন্যতম সতীপাঠ। নিত্যদিনই প্রচুর ভক্তের সমাগম হয় কালাঘাট মন্দিরে। আসেন অনেক ভিআইপিও। যথারীতি মন্দিরের সামনে রাস্তা দু’পাশে প্রচুর দোকান থাকায় সমস্যা পড়তে হয় তাঁদের।
[ ঘূর্ণিঝড় ‘গাজা’র ধাক্কা, বৃহস্পতিবার থেকে উধাও শীতের শিরশিরানি]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.