Advertisement
Advertisement

সল্টলেকে নির্মীয়মাণ বহুতলের জলের ট্যাঙ্কে উদ্ধার নরকঙ্কাল

সল্টলেকের এক নির্মীয়মাণ বহুতলের জলের ট্যাঙ্ক থেকে উদ্ধার হল নরকঙ্কাল৷ সোমবার সকালে কাজ করতে গিয়ে শ্রমিকরা ওই কঙ্কাল দেখতে পান৷ খবর পেয়ে তদন্ত শুরু করেছে বিধানগর সিটি পুলিশ৷

skeleton-found-in-salt-lake-dd-block
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 23, 2016 5:50 pm
  • Updated:May 23, 2016 5:54 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সল্টলেকের এক নির্মীয়মাণ বহুতলের জলের ট্যাঙ্ক থেকে উদ্ধার হল নরকঙ্কাল৷  সোমবার সকালে কাজ করতে গিয়ে শ্রমিকরা ওই কঙ্কাল দেখতে পান৷ খবর পেয়ে তদন্ত শুরু করেছে বিধানগর সিটি পুলিশ৷

সল্টলেকের ডিডি ব্লকের ১১ তলা বিশিষ্ট এই বহুতলের কাজ শুরু হয়েছিল বেশ কিছুদিন আগে৷ মাঝে বছরখানেক বন্ধ ছিল কাজ৷ নতুন করে কাজ শুরু হতে আজ খোলে বহুতলটির দরজা৷ ছাদে কাজ করতে গিয়ে জলের ট্যাঙ্কের মধ্যে কঙ্কাল চোখে পড়ে শ্রমিকদের৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে৷ প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান,  ওই কঙ্কাল কোনও মহিলার৷ তাঁকে খুন করে বন্ধ বহুতলের ট্যাঙ্কে ফেলে রাখা হয়েছে বলেই মনে করছে পুলিশ৷ এর পিছনে কোনও বড় দুষ্কৃতী চক্র কাজ করছে কি না তাও খতিয়ে দেখছে পুলিশ৷ এ ধরনের নির্মীয়মান বহুতল বেশিরভাগ ক্ষেত্রে এলাকার অপরাধীদের আখড়া হয়ে ওঠে৷ অনুমান করা হচ্ছে এখানেও সেরকমই কোন কাণ্ড ঘটেছিল৷ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে কঙ্কালটিকে৷ পুরো ঘটনার তদন্তে নেমেছে পুলিশ৷

Advertisement

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement