Advertisement
Advertisement
বাংলা

বাংলায় কমছে করোনা আক্রান্তের মৃত্যুর হার, সংক্রমণের গ্রাফ উর্দ্ধমুখীই

আশা জাগাচ্ছে সুস্থতার হার।

Six more Corona infected dead within last 24 hours in WB
Published by: Paramita Paul
  • Posted:May 18, 2020 8:38 pm
  • Updated:May 18, 2020 9:10 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চতুর্থদফার লকডাউনের শুরুতেই রাজ্যের জন্য সুখবর। দেশজুড়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। বাড়ছে মৃত্যুও। এমন পরিস্থিতিতে রাজ্যে কমল মৃত্যুর হার। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ছয় করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। ফলে রাজ্যে করোনা মৃত্যু বেড়ে দাঁড়াল ২৪৪ জন। এঁদের মধ্যে ৭২ জনের কোমর্বিডিটিতে মৃত্যু হয়েছে। তবে রাজ্যে সংক্রমণের গ্রাফ উর্দ্ধগামীই।

হু হু করে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে আরও একদফা লকডাউনে পা রাখল দেশ। আজ থেকে বেশ কিছু ছাড়ের মধ্যে দিয়েই চতুর্থ দফায় আর দু সপ্তাহের জন্য লকডাউন। এই দফায় ছাড় বলতে আন্তঃরাজ্য বাস পরিষেবা চালু হতে চলেছে।  মেট্রো, বিমান পরিষেবা
আগের মতো বন্ধই থাকছে। স্পোর্টস কমপ্লেক্স খোলা হলেও, সিনেমাহল, শপিং মল, জিম ইত্যাদি বন্ধ থাকবে ৩১ মে পর্যন্ত। এ রাজ্যে সেলুন, পার্লার খুলতে সায় রাজ্য সরকারের। ভারতে ইতিমধ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৯৬ হাজার ১৬৯। মৃত্যু হয়েছে  ৩০২৯ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্তের সংখ্যা বেড়েছে পাঁচ হাজারেরও বেশি। মৃত্যু হয়েছে শতাধিক মানুষের। মহারাষ্ট্র, গুজরাত কেন্দ্রের রক্তচাফ বাড়াচ্ছে। এমন পরিস্থিতিতে সুদিনের আশা দিচ্ছে বাংলা।

Advertisement

[আরও পড়ুন : সুস্থ হয়ে কাজে ফিরলেন বউবাজার থানার ওসি, করোনা যোদ্ধাকে উষ্ণ অভ্যর্থনা সহকর্মীদের]

বাংলায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হলেন আরও ১৪৮ জনের। ফলে রাজ্যে সংক্রামিতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৮২৫ জন।কলকাতায় একসঙ্গে ৬১ জনের আক্রান্ত হওয়ার পাশাপাশি কিছু জেলায় পরিযায়ী শ্রমিকরা ফিরে আসার ফলে সংখ্যাটা আচমকা বাড়ল। সোমবারের তথ্যে স্পষ্ট, মালদহে ৯ জন, বীরভূমে চারজন, উত্তর দিনাজপুর ও নদিয়ায় দুই জন করে আক্রান্ত হইছেন। এছাড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুরে একজন করে নতুন আক্রান্ত হন। কলকাতায় মোট আক্রান্তের সংখ্যা হল ১৩৭২। এদিন মৃত ৬ জনের মধ্যে পাঁচ জন কলকাতার। বাকি একজন দক্ষিণ ২৪ পরগনার। কলকাতায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৩। মৃত্যু হয়েছে ছয় জনের। ফলে মৃতের সংখ্যা সংখ্যা বেড়ে দাঁড়াল ২৪৪ জন। তবে সুস্থতার নিরিখেও রাজ্য ভাল অবস্থায় দাঁড়িয়ে আছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে সুস্থ হয়েছেন ৪৭ জন। যার জেরে রাজ্যে সুস্থ হয়ে বাড়ি ফেরা করোনা আক্রান্তের সংখ্যা ১০০০ ছাড়াল। যা প্রায় ৩৫.৬১ শতাংশ।

[আরও পড়ুন : ‘আলুসেদ্ধ, ভাত খেয়েই দিন কাটিয়েছে’, ঢাকা থেকে ফেরা ছেলেকে দেখে আবেগপ্রবণ শোভনদেব]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement