রূপায়ণ গঙ্গোপাধ্যায়: সিপিএমের প্রতিষ্ঠা দিবস পালন কর্মসূচিতে এবার কলকাতায় আসছেন না পার্টির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। তাঁর বদলে আসবেন প্রাক্তন সাধারণ সম্পাদক প্রকাশ কারাট (Prakash Karat)। পার্টি সূত্রে এমনটাই খবর। কেন আসছেন না ইয়েচুরি (Sitaram Yechuri), কেনই বা কারাট? যা নিয়ে ইতিমধ্যেই গুঞ্জন শুরু হয়েছে পার্টির মধ্যে।
আগামী ১৭ অক্টোবর, সিপিএমের ১০৪তম প্রতিষ্ঠা দিবসে ককলকাতায় কর্মসূচি রয়েছে। সেখানে এবার বক্তা দলের পলিটব্যুরোর সদস্য প্রকাশ কারাট। ‘ইন্ডিয়া’ জোট নিয়ে পার্টির নিচুতলায় কর্মী-সমর্থকদের মধ্যে বিভ্রান্তি চরমে। জোট বিভ্রান্তি কাটাতে বারবার রাজ্যনেতাদের বক্তব্য রাখতে হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকেও ব্যাখ্যা করে বলতে হচ্ছে, সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপিকে হঠাতে এই জোটে সিপিএম থাকলেও বাংলায় বিজেপি ও তৃণমূল উভয়ের বিরুদ্ধেই লড়বে পার্টি। জোট বিভ্রান্তি কাটাতে একাধিক কর্মসূচিও নিতে হয়েছে রাজ্য সিপিএমকে। এসব সত্ত্বেও নিচুতলার সাধারণ কর্মীদের মধ্যে বিভ্রান্তি কাটেনি।
‘ইন্ডিয়া’ জোটের প্রথম তিনটি বৈঠকে তৃণমূলের সঙ্গে সিপিএমও অংশ নিয়েছিল। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা গিয়েছে সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিকে। ‘ইন্ডিয়া’ (INDIA) জোটের সমন্বয় কমিটিতে বিজেপি বিরোধী সব দল থাকলেও সিপিএমের (CPIM) কেউ থাকতে চায়নি। উলটোদিকে বাংলায় অন্ধ তৃণমূল বিরোধিতা করতে গিয়ে কংগ্রেসের (Congress) সঙ্গে জোট করে বিজেপিকেই সিপিএম সুবিধা করে দিচ্ছে বলে মত রাজনৈতিক মহলের একাংশের। ফলে পার্টির এই দ্বিমুখী অবস্থান নিয়ে প্রশ্ন দলের নিচুতলাতে।
এই জোট নিয়ে বিভ্রান্তির পর থেকেই এ রাজ্যে কোনও কর্মসূচিতে আসেননি সীতারাম ইয়েচুরি। রাজ্য কমিটির বৈঠক থেকে কলকাতায় সমাবেশ, কোথাও ছিলেন না ইয়েচুরি। জোট জট নিয়ে বিতর্কিত প্রশ্নের মুখে পড়তে হতে পারে বঙ্গ সিপিএমে (CPIM), তাই কি আপাতত রাজ্য কমিটির বৈঠক থেকে শুরু করে এ রাজ্যে দলের অন্যান্য কর্মসূচি আপাতত এড়িয়ে যাচ্ছেন সিপিএম সাধারণ সম্পাদক। এমনই প্রশ্ন দলের মধ্যে মাথাচাড়া দিয়েছে। ১৭ তারিখ সিপিএমের কলকাতা জেলা অফিস প্রমোদ দাশগুপ্ত ভবনেই পার্টির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হবে। সেখানেই প্রধান বক্তা হিসাবে থাকছেন প্রকাশ কারাট। দলের মধ্যে প্রশ্ন, পার্টির নিচুতলায় জোট বিভ্রান্তি কাটলে, পরিস্থিতি স্থিতিশীল হলে তারপরই কি বাংলায় আসবেন ইয়েচুরি? পার্টি সূত্রে খবর, ৩ থেকে ৫ নভেম্বর হাওড়ায় সিপিএমের রাজ্য কমিটির বর্ধিত অধিবেশন বসছে। সেখানেই উপস্থিত থাকবেন সীতারাম ইয়েচুরি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.