Advertisement
Advertisement

Breaking News

সেতু বিপর্যয়ের তদন্তভার গেল দুঁদে গোয়েন্দাদের হাতে, সিট গঠন পুলিশের

যুগ্ম কমিশনার (অপরাধ দমন) দেবাশিস বড়ালের নেতৃত্বে চলবে তদন্ত৷

SIT to probe Majerhat bridge collapse
Published by: Kumaresh Halder
  • Posted:September 6, 2018 12:25 pm
  • Updated:September 7, 2018 7:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৪ ঘণ্টার ব্যবধানে আলিপুর থানার কাছ থেকে তদন্তভার তুলে নিল কলকাতা পুলিশ৷ পুলিশ কমিশনার রাজীব কুমারের নির্দেশে আলিপুর থানায় জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছিল বুধবার৷ মামলার দায়ের হাওয়ার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই মাঝেরহাট সেতু বিপর্যয়ের ঘটনায় তদন্তভার নিজের কাঁধে নিচ্ছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ৷ যুগ্ম কমিশনার (অপরাধ দমন) দেবাশিস বড়াল-সহ কলকাতা পুলিশের সেরা গোয়েন্দারা সেতু বিপর্যয়ের তদন্তে নামছেন বলে লালবাজার সূত্রে খবর৷ তদন্তের গতি বাড়াতে সিট গঠিত হয়েছে৷ বিশেষ এই তদন্তকারী দল রয়েছে কলকাতা পুলিশের ১৬ দুঁদে গোয়েন্দা৷

[‘বইপোকা’ সৌমেনের অপেক্ষায় টেবিলে একা টিনটিন, শোকস্তব্ধ বেহালার শীলপাড়া]

বুধবার আলিপুর থানায় পুলিশের তরফে বিবাদী পক্ষের নাম উল্লেখ না করে মামলা দায়ের ঘটনায় তদন্তের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলতে থাকেন পর্যবেক্ষক মহলের একাশের৷ মামলায় অভিযুক্ত নাম না থাকায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে থাকতে৷ গুরুত্বপূর্ণ একটি ঘটনার পুলিশের ‘দায়সারা মনোভাব’ দেখেও কটাক্ষ করতে ছাড়েননি বিরোধী দলের নেতা-কর্মীরা৷ বুধবার মামলা দায়ের পর তীব্র সমালোচনার মুখোমুখি হয়ে গোয়েন্দাদের হাতে তদন্ত তুলে দিল লালবাজার৷

Advertisement

[মাঝেরহাট সেতুভঙ্গে রাজ্যের দিকেই আঙুল তুলল রেল]

মাঝেরহাট সেতু ভেঙে পড়ার প্রায় ২৪ ঘণ্টা পর আলিপুর থানায় পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে কলকাতা পুলিশ৷ জামিন অযোগ্য ধারায় মামলাটি দায়ের করেছে কলকাতা পুলিশ৷ ভারতীয় দণ্ডবিধি ৩০৪ (গাফিলতিতে মৃত্যু), ৩০৮ (অনিচ্ছাকৃত খুন), ৪২৭ (ভাঙচুর) ও ৩৪ (একত্রে অপরাধ সংগঠিত করা) ধারায় মামলা রুজু করা হয়৷ তবে, কোনও সংস্থা বা ব্যক্তির নামে মামলা দায়ের না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে থাকে৷ পুলিশ সূত্রে খবর, মাঝেরহাট সেতুটি নিউ আলিপুর থানা এলাকায় অবস্থিত হলেও নগরপাল আলিপুর থানায় মামলা দায়ের করার নির্দেশ দেন৷ কিন্তু, স্থানীয় থানাকে এড়িয়ে পড়শি থানায় মামলা দায় নিয়েও প্রশ্ন উঠতে থাকে৷

[ধ্বংসস্তূপে উদ্ধার আরও একজনের দেহ, সেতু বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ৩]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement