ছবি: প্রতীকী
অর্ণব আইচ: গার্ডেনরিচে (Garden Reach) বাড়িতে ঢুকে তরুণীকে গণধর্ষণ ও লুঠপাটের ঘটনার তদন্তে তৎপর লালবাজারের গোয়েন্দা বিভাগ। অভিযুক্তদের পাকড়াও করতে এবার গঠিত হল SIT। এর আগেই ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছিলেন ফরেন্সিক বিশেষজ্ঞরা।
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সন্ধে নামার পরপরই ঘটে এই ঘটনা। কাজের সূত্রে তরুণীর বাড়ির অন্য সদস্যরা বাইরে ছিলেন। বাড়িতে একাই ছিলেন ২৬ বছরের তরুণী। ঠিক সেই সময়ই অতর্কিতে বাড়িতে ঢুকে পড়ে দু-তিনজন দুষ্কৃতী। জিনিসপত্র লুটপাট করতে শুরু করে। তরুণী বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁকে বেঁধে ফেলা হয়। তাঁর উপর শারীরিক অত্যাচার হয়েছে বলেও অভিযোগ। এরপরই ১৫ লক্ষ টাকা লুট করে সেখান থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা। খবর পেয়ে বুধবার ভোরে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তরুণীকে মেডিক্যাল পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
জানা গিয়েছে, ব্যবসার কাজে অনেক সময়ই বাড়ির বাইরে থাকতেন ওই বাড়ির লোকেরা। ফলে একাই থাকতে হত তরুণীকে। কীভাবে দুষ্কৃতীদের কাছে সেই খবর পৌঁছল, কীভাবে তারা টের পেল, বাড়িতে নগদ মজুত আছে, তাও তদন্ত করে দেখা হচ্ছে। তবে জনবহুল এলাকার মধ্যেই ভরসন্ধেয় এমন ঘটনা ঘটায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। কীভাবে এত লোকের মাঝেই ওই বাড়িতে ঢুকে পড়ল দুষ্কৃতীরা, তা অবাক করছে গোয়েন্দাদেরও।
তদন্তকারীদের দাবি, চাবি নকল করে তরুণীর বাড়িতে ঢোকা হয়েছিল। সেক্ষেত্রে দুষ্কৃতীরা কীভাবে চাবি নকল করল, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের নজরে আলমারির তালা ভাঙার ঘটনাটিও। জানা গিয়েছে ওই তরুণী মোবাইল ব্যবহার করতেন না। স্মার্টফোনের যুগে কেন মোবাইল ছিল না তাঁর, তাও খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার পর থেকেই মানসিকভাবে বিপর্যস্ত ওই তরুণী। তার সঙ্গে কথা বলেই অভিযুক্তদের খোঁজ পাওয়া সম্ভব বলেই মনে করছেন তদন্তকারীরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.