Advertisement
Advertisement
মমতা

সিঙ্গুরে হার লজ্জার! হুগলি জেলার ফলাফল পর্যালোচনা বৈঠকে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

হারানো জমি ফিরে পেতে সোশ্যাল মিডিয়ায় জনসংযোগে বাড়তি গুরুত্ব দিলেন মমতা৷

Singur defeat shame for us, says Mamata Bannejee

ফাইল ছবি

Published by: Sucheta Sengupta
  • Posted:June 7, 2019 6:17 pm
  • Updated:June 22, 2022 1:56 pm

রাহুল চক্রবর্তী: যথাযথ জনসংযোগের অভাবই খারাপ ফলাফল হয়েছে দলের৷ শুক্রবার তৃণমূল ভবনে হুগলি জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর এই কারণ চিহ্নিত করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশ, নিয়ম করে সোশ্যাল মিডিয়ায় জনসংযোগে জোর দিতে হবে নেতা-মন্ত্রীদের৷ নিয়মিত ফেসবুক লাইভ করতে হবে৷ এর জন্য আলাদা করে জনসংযোগ যাত্রা-সহ একগুচ্ছ  নতুন কর্মসূচির কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷

[ আরও পড়ুন: আদৌ কি ভারতীয় অঞ্জু ঘোষ, একাধিক নথিতে নাগরিকত্ব নিয়ে বিতর্ক]

এদিন হুগলি জেলা নেতৃত্বের সঙ্গে ফলাফল পর্যালোচনায় বসেছিলেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ জেলার তিনটি লোকসভা কেন্দ্রের মধ্যে শ্রীরামপুর, আরামবাগে তৃণমূল জয় পেলেও হাতছাড়া হয়েছে হুগলি কেন্দ্রটি৷ বড়সড় ব্যবধানে জিতেছেন বিজেপির তারকা প্রার্থী লকেট চট্টোপাধ্যায়৷ কী কারণে এমন ফলাফল, সেদিকে আলোকপাত করা হয়৷ তারপরই মমতা বলেন, হারানো জমি ফিরে পেতে হবে৷ তার জন্য সবাইকে সোশ্যাল মিডিয়ায় জনসংযোগে বাড়তি গুরুত্ব দিতে হবে৷ এলাকায় পড়ে থেকে সকলের অভাব-অভিযোগ শুনতে হবে৷ প্রয়োজনে লিখিত আকারে সেসব অভিযোগ গ্রহণ করতে হবে৷ হুগলিতে  তৃণমূলের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে সিঙ্গুর৷ একদা তৃণমূলের উত্থান কেন্দ্র সিঙ্গুরে হেরেছে শাসকদল৷ এনিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্য, ‘এই  হার লজ্জার৷ নিজেদের জন্যই আমরা সিঙ্গুরে হেরেছি৷’

Advertisement

আরেকদিকে, এই মুহূর্তে বীজপুর এলাকাও শাসকদলের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে৷ একইসঙ্গে বারাকপুর লোকসভা কেন্দ্র, ভাটপাড়া বিধানসভা কেন্দ্র হাতছাড়া হয়েছে তৃণমূলের৷ সেই জমি ফেরাতে আগামী ১৪ তারিখ তৃণমূল নেত্রী নিজে যাবেন সেখানে বৈঠক করতে৷ ২১ জুন নদিয়া জেলার ফলাফল নিয়ে পর্যালোচনা বৈঠক তৃণমূল ভবনে৷

[ আরও পড়ুন: মাদক-সহ কলকাতায় জালে পাঁচ পড়ুয়া-সহ ৮]

২০২১ বিধানসভা ভোটের আগে জমি পুনরুদ্ধার করতে একেবারে ঝাঁপিয়ে পড়েছে রাজ্যের শাসকদল৷ শুরু হচ্ছে জনসংযোগ যাত্রা৷ ২১জুন চন্দ্রকোণা থেকে ঘাটাল পর্যন্ত প্রথম জনসংযোগ যাত্রার সূচনা হবে৷ উত্তরবঙ্গ, জঙ্গলমহল অর্থাৎ যেখানে তৃণমূলের ফলাফল খারাপ হয়েছে, সেসব এলাকাকে গুরুত্ব দিয়ে চলবে এই কর্মসূচি৷ ১৮ জুলাই পর্যন্ত তা চলবে৷ ২৫ জুলাই থেকে রাজ্যজুড়ে ফের চলবে এই জনসংযোগ যাত্রা৷ নেতৃত্বে থাকবেন সুব্রত বক্সি৷   

এদিন নীতি আয়োগ নিয়েও ফের তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী৷ আগেও তিনি বারবার দাবি করেছেন, যোজনা কমিশন অনেক বেশি কার্যকরী ছিল৷ সেখানে রাজ্যগুলি নিজেদের দাবি পেশ করতে পারত৷ কিন্তু তার অবলুপ্তি ঘটিয়ে নতুন তৈরি হওয়া নীতি আয়োগে রাজ্যগুলির নিজেদের কথা বলার তেমন সুযোগ নেই বলে অভিযোগ করেন৷ এদিন নির্বাচন কমিশনারের ভূমিকা, ক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ ইভিএম কারচুপির অভিযোগে সরব হয়ে বিরোধী দলগুলির কাছে তাঁর আবেদন, কমিশনের কার্যালয়ে গিয়ে একজন নিরপেক্ষ কমিশনার নিয়োগ করার দাবি তুলতে হবে৷  

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement