Advertisement
Advertisement

Breaking News

গুরুতর অসুস্থ নির্মলা মিশ্রকে দেখতে হাসপাতালে মেয়র ফিরহাদ হাকিম

দীর্ঘদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছেন শিল্পী৷

 Singer Nirmala Mishra ill
Published by: Tanujit Das
  • Posted:December 4, 2018 2:10 pm
  • Updated:December 4, 2018 2:35 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অসুস্থ প্রবাদপ্রতিম সংগীত শিল্পী নির্মলা মিশ্র৷ গুরুতর অসুস্থ অবস্থায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি৷ মেয়রের চেয়ারে বসার পর প্রথমদিনেই অসুস্থ শিল্পীর সঙ্গে হাসপাতালে দেখা করে এলেন ফিরহাদ হাকিম৷ কথা বললেন তাঁর পরিজনদের সঙ্গে৷ দিলেন পাশে থাকার আশ্বাস৷ সূত্রের খবর, নির্মলা দেবীর সঙ্গেও কথা বলার চেষ্টা করেন নয়া মেয়র৷ তবে শারীরিক প্রতিবন্ধকতার কারণে তেমন একটা সাড়া দিতে পারেননি তিনি৷

[প্রকাশনা সংস্থার বিজ্ঞাপনী চমক রুখতে আসরে শিক্ষামন্ত্রী, পর্ষদকে সতর্কবার্তা]

Advertisement

নির্মলা মিশ্রের সংগীত জীবনে ৫০ বছর অতিক্রান্ত৷ বয়সজনিত কারণে দীর্ঘদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছেন তিনি৷ এখন একদমই শয্যাশায়ী অবস্থা এই শিল্পীর৷ সময় কাটে গান শুনে৷ আগেই শিল্পীর পাশে দাঁড়িয়েছে সরকার। সবরকমের সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে তাঁর পরিবারকে৷ তাঁর পরিবারের সদস্যরা জানিয়েছেন, নিয়মিত ওষুধ চলছে শিল্পীর, তবে গানই তাঁর সবচেয়ে বড় ওষুধ হিসাবে কাজ করছে৷ সোমবারই কলকাতা পুরসভার নয়া মেয়র নির্বাচিত হয়েছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম৷ নয়া দায়িত্ব পেয়ে মঙ্গলবার থেকেই তৎপর তিনি৷ সকাল সকাল অসুস্থ শিল্পীর সঙ্গে দেখা করেন৷ তারপরই রওনা দেন নিজ গন্তব্যের উদ্দেশে৷

[অন্তঃসত্ত্বা স্ত্রীকে লাগাতার ‘ধর্ষণ’, স্বামীর বিরুদ্ধে থানায় মহিলা]

ছয় ও সাতের দশকে বাংলা সংগীত জগতের অন্যতম শিল্পী নির্মলা মিশ্র৷ ‘শ্রী লোকনাথ’ সিনেমায় প্রথম গান করেন তিনি৷ এরপর স্ত্রী, অভিনেত্রী, অনুতাপ-এর মতো বহু জনপ্রিয় বাংলা সিনেমায় গান গেয়েছেন তিনি৷ তাঁর গান ‘ও তোতা পাখি রে’, ‘এমন একটা ঝিনুক খুঁজে পেলাম না’ এখনও অমর হয়ে রয়েছে আপামর বাঙালীর হৃদয়ে৷ ৫০ বছরের সংগীত জীবনে অনেক সম্মানে ভূষিত হয়েছেন তিনি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement