রাজ্য দপ্তরের বাইরে শ্যামাপ্রসাদের মূর্তি মালা দিচ্ছেন দিলীপ ঘোষ
রূপায়ণ গঙ্গোপাধ্যায়: মঙ্গলবার ভারতকেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ৭০তম বলিদান দিবস। সেই উপলক্ষে মঙ্গলবার কলকাতার কেওড়াতলা মহাশ্মশানে তাঁর মূর্তিতে মাল্যদান করলেন ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বিজেপির রাজ্য দপ্তরের সামনে থাকা শ্যামাপ্রসাদের মূর্তিতেও মাল্যদান করেন তিনি।
কেওড়াতলায় শ্যামাপ্রসাদের মূর্তিতে মাল্যদান করার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, ‘শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় (Shyama Prasad Mukherjee) আমাদের সবচেয়ে বড় আইকন (Icon)। বিবেকানন্দ এবং নজরুলও আমাদের আইকন। বাঙালির সংস্কৃতি ও কৃষ্টি নিয়ে বিজেপি এগোচ্ছে।’ এরপরই নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসকে খোঁচা দিয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেন, ‘আমরা মনীষীদের সম্মান করি। নেতাজির ছবির উপর নিজেদের ছবি লাগাই না।’
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বলিদান দিবসে উপলক্ষে মঙ্গলবার সকাল থেকেই রাজ্যজুড়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানান বিভিন্ন মানুষ। পাশাপাশি আজ বিভিন্ন কর্মসূচিও নিয়েছে বিজেপি। প্রথমে কেওড়াতলা মহাশ্মশানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা ও সাংসদ সৌমিত্র খাঁ-সহ অন্যান্য নেতারা। পরে বিজেপি রাজ্যদপ্তরের সামনে শ্যামাপ্রসাদের মূর্তিতে শ্রদ্ধা জানান দিলীপ ঘোষ, সায়ন্তন বসু-সহ অন্যরা। পাশাপাশি হুগলি জেলার জিরাটে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পৈত্রিক ভিটেতে স্থাপিত ভারতকেশরীর মূর্তিতে মাল্যদান করেন স্থানীয় সংসদ লকেট চট্টোপাধ্যায়। ড: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভাইপো শ্রী জনতোষ মুখোপাধ্যায়ের উপস্থিতিতে শ্রদ্ধাঞ্জলি জানান তিনি। উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সহ-সভাপতি শ্রী রাজকমল পাঠক ও হুগলির জেলা সভাপতি শ্রী গৌতম চট্টোপাধ্যায়।
শ্যামাপ্রসাদের মূর্তিতে মাল্যদান করার পর কুমারটুলিতে অবস্থিত ঢাকেশ্বরী মন্দিরে যান দিলীপ ঘোষ। সেসময় মন্দিরের পুরোহিতরা দিলীপ ঘোষকে অনুরোধ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একবার মন্দিরে নিয়ে আসার জন্য। দিলীপ ঘোষ পুরোহিতদের আশ্বাস দেন। বলেন, ‘নিশ্চয়ই চেষ্টা করব। আপনাদের এই আমন্ত্রণের কথা প্রধানমন্ত্রীকে জানাব। তাঁকে এই মন্দিরে আসতে অনুরোধ করব। দেশভাগের অনেক স্মৃতি জড়িয়ে আছে প্রাচীন এই ঢাকেশ্বরী মন্দিরের সঙ্গে।’
দেখুন ভিডিও:
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.