Advertisement
Advertisement

Breaking News

ফেসবুকে ওসিকে ফাঁসানোর চেষ্টা, গুলিবিদ্ধ যুবতী

ঝুমকি-লীলা!

Shot by lover, woman claims she was plotted
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 26, 2016 3:44 pm
  • Updated:January 7, 2020 1:54 pm  

স্টাফ রিপোর্টার: বহু পুরুষের উষ্ণ সান্নিধ্যের আকাঙ্খার ফলেই কি গুলি খেতে হল বেলেঘাটার যুবতীকে? মঙ্গলবার প্রেমিকের আগ্নেয়াস্ত্র থেকে ছুটে আসা গুলিতে জখম ঝুমকি দাস এখন এনআরএস-এ চিকিৎসাধীন৷ গণপিটুনিতে আহত ও গ্রেফতার হওয়া প্রেমিক দিবাকর দে একই হাসপাতালে৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বহু পুরুষের সঙ্গ পছন্দ করতেন ঝুমকি৷ প্রেমিক প্রবল সন্দেহ করতেন তাঁকে৷ সেই থেকেই অশান্তি৷ বাগে আনতে না পেরে রায়গঞ্জ থেকে কলকাতায় এসে প্রেমিকাকে খুনের চেষ্টা করেন দিবাকর৷ ঝুমকির ফেসবুক প্রোফাইলে লেখা, “কনস্টেবল অসীম আমাকে হোটেলে নিয়ে গিয়ে নোংরামি করেছে৷ বেলেঘাটা থানার ওসি দেবজিৎ চ্যাটার্জি ব্যবস্থা নেয়নি৷ ওসি আমাকে হোটেলে নিয়ে গিয়ে নোংরামি করেছে৷ দিবাকর তাকে উচিত শিক্ষা দিয়েছে৷” বেলেঘাটা থানার পুলিশ ফেসবুকের পোস্ট নিয়ে তদন্ত শুরু করেছে৷

বুধবার সংবাদমাধ্যমে ঝুমকি দাবি করেছে, তাঁর ফেসবুক প্রোফাইল তৈরি করেছিল দিবাকর৷  ওই যুবকই নিজের স্বার্থে পুলিশের বিরুদ্ধে ফেসবুকে মন্তব্য করেছে৷ হাসপাতালের বেড থেকে একইসঙ্গে বিস্ফোরক তথ্য দিয়েছেন গুলিবিদ্ধ যুবতী৷ তিনি জানিয়েছেন, “বিয়ের প্রতিশ্রুতি দিয়ে গত মার্চ মাসে দিবাকর আমাকে রায়গঞ্জে নিয়ে গিয়েছিল৷ নিজের বাড়িতে না রেখে আমাকে একটি ভাড়া ঘরে রাখে৷ দিনের পর দিন ধর্ষণ করে৷ মারধরও করত৷ বাধ্য হয়ে আমি রায়গঞ্জ থেকে কলকাতায় পালিয়ে আসি৷” মঙ্গলবারের ঘটনা প্রসঙ্গে যুবতী জানিয়েছেন, “আমি বারান্দায় বসে খাচ্ছিলাম৷ হঠাৎ দেখি গেট খুলে দিবাকর আসছে৷ আমি ভয় পেয়ে পালাতে যাই৷ দিবাকর আমাকে পিছন থেকে গুলি করে৷”

Advertisement

এছাড়াও পুলিশ জানতে পেরেছে, ঝুমকির মা তাঁর স্বামীর বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ এনেছিলেন৷ এখন ঝুমকির বাবা আলাদা থাকেন৷ ঝুমকিও তাঁর স্বামীর বিরুদ্ধে একই অভিযোগ এনে ঘর ছাড়েন৷ বেলেঘাটায় মা, ভাই ও মেয়েকে নিয়ে থাকেন তিনি৷ স্বামীর বিরুদ্ধে অভিযোগ জানিয়ে মায়ের কাছে ফিরে আসার পর অজয় রায় নামে স্থানীয় এক যুবকের সঙ্গে তাঁর সম্পর্ক হয়৷ কিছুদিন পরে ওই যুবকের বিরুদ্ধেও শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন যুবতী৷ এরপর আলাপ হয় রায়গঞ্জের যুবক দিবাকরের সঙ্গে৷ দিবাকর নিজেকে ডাক্তার বলে পরিচয় দেন৷ তাঁর সঙ্গে রায়গঞ্জে গিয়ে কিছুদিন ছিলেন ঝুমকি৷ ফিরে আসার কিছুদিন পর গুলি চালানোর ঘটনা ঘটে৷

দিবাকর পুলিশি নজরদারিতে রয়েছে৷ ঝুমকির ভাই দিবাকরের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু করছে৷ পুলিশ দিবাকরের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে৷ ইতিমধ্যেই তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে৷ গুলিবিদ্ধ যুবতী পুলিশের নামে অভিযোগের পাশাপাশি অভিনন্দনও জানিয়েছেন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে৷ ফেসবুকে ‘ঝুমকি দাস দে’ নামে যে প্রোফাইলটি আছে তা পরীক্ষা করছে লালবাজার৷ ওই প্রোফাইলে ১০ অক্টোবর পোস্ট করা হয়েছে, “লেডি সাব ইন্সপেক্টর বর্ণা ঘোষালকে সবাই ধন্যবাদ জানান৷ পাঁচমাস আগে আমাকে পিস্তল দেখিয়ে গণধর্ষণ করা হয়েছিল৷ সাব ইন্সপেক্টর বর্ণা ঘোষাল আমাকে সাহায্য করেছেন৷ ওঁকে ধন্যবাদ৷”  তদন্তকারী অফিসাররা খোঁজ নিচ্ছেন, এই প্রোফাইল কে চালাতেন৷ কেন পুলিশের নামে অভিযোগ করা হল? প্রাথমিকভাবে অনুমান, দিবাকরই ঝুমকির বিরু‌দ্ধে পুলিশকে খেপিয়ে দেওয়ার উদ্দেশ্য নিয়ে ওই পোস্টগুলি করেছিল৷ পোস্ট পড়ে অনেকে রসালো মন্তব্য করেছেন৷ যাঁরা মন্তব্য করেছেন তাঁরা ঝুমকির পরিচিত কি না তার খোঁজ নিচ্ছে পুলিশ৷

জানা গিয়েছে, দিবাকর নিজেকে প্রাক্তন সেনাকর্মী হিসাবে পরিচয় দিত৷ নিজেকে ডাক্তার বলেও দাবি করত৷ মহিলাঘটিত কারণে তাঁকে সেনা বাহিনী থেকে বরখাস্ত করা হয়৷ উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বাসিন্দা ওই যুবকের কাছ থেকে একটি ৯ এমএম পিস্তল উদ্ধার হয়েছে৷ পুলিশ জানিয়েছে, একটি ম্যাট্রিমোনিয়াল সাইটের মাধ্যমে বেলেঘাটার বাসিন্দা ঝুমকির সঙ্গে আলাপ হয় দিবাকরের৷ তার বাড়ি রায়গঞ্জ শহর থেকে কিছুটা দূরে সুভাষগঞ্জে৷ পাঁচ বছর আগে ঝুমকির বিয়ে হয়েছিল৷ তাঁর একটি মেয়ে আছে৷ পারিবারিক অশান্তির জেরে ঝুমকির সঙ্গে তাঁর স্বামীর ডিভোর্সের মামলা শুরু হয়৷ এর মধ্যেই দিবাকর ও ঝুমকির আলাপ হয়৷ দিবাকর নিজেকে হোমিওপ্যাথির চিকিত্সক বলে পরিচয় দেয়৷ বান্ধবীর সঙ্গে দেখা করার জন্য রায়গঞ্জ থেকে মাঝেমধ্যেই কলকাতায় আসতেন ওই যুবক৷ দু’জনের মধ্যে ঘনিষ্ঠতাও হয়৷

ঝুমকির পরিবারের লোকেদের সঙ্গেও আলাপ করে দিবাকর৷ দু’জনের সম্পর্ক এগিয়ে যায়৷ এমনকী, দিবাকর ঝুমকিকে সুভাষগঞ্জেও নিয়ে যায়৷ কিন্তু কয়েকটি বিষয়কে ঘিরে দিবাকরের সঙ্গে গোলমাল বাধে ঝুমকির৷ এমনকী, দিবাকরের বিরুদ্ধে বেলেঘাটা থানায় অভিযোগও দায়ের হয়৷ পুলিশের একটি টিম রায়গঞ্জে গিয়ে তদন্তও চালায়৷ এর পর থেকে ঝুমকি ওই যুবককে এড়িয়ে চলতে থাকেন৷ অভিযোগ, দিবাকর মাঝেমধ্যেই তাঁকে প্রাণে মারার হুমকি দিত৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement