ছবি: প্রতীকী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভরসন্ধেয় উত্তর কলকাতার (North Kolkata) ট্যাংরা এলাকায় শুট আউটের (Shootout) ঘটনায় ছড়াল তীব্র চাঞ্চল্য। ঘটনায় গুরুতর জখম হয়েছেন এক মহিলা। তাঁকে ইতিমধ্যেই হাসপাতালে ভরতি করা হয়েছে।
শুক্রবার সন্ধে নাগাদ ট্যাংরার গোবিন্দ খটিক রোড এলাকায় হঠাৎই গুলির শব্দ শুনে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, এলাকার কিছু চেনা ব্যক্তিই এই কাণ্ড ঘটিয়েছে। বেশ কয়েক রাউন্ড গুলি চালানো হয়। কিন্তু ঠিক কী কারণে চলে গুলি? স্থানীয়দের দাবি, এলাকায় অনেকে বেআইনিভাবে তামাক বিক্রির চেষ্টা করছিল। এতে এলাকার পরিবেশও নষ্ট হচ্ছে। এই ঘটনারই প্রতিবাদ জানাতে এগিয়ে যান মঞ্জু নামের এক মহিলা। সেই অঞ্চলেই থাকেন তিনি। অভিযোগ, এরপরই শুরু হয়ে যায় বাদানুবাদ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মেজাজ হারিয়ে গুলি চালায় অভিযুক্তরা। তখনই গুলির আঘাতে আহত হন মঞ্জু। স্থানীয়রাই তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। অভিযুক্তরা ততক্ষণে সেখান থেকে চম্পট দেয়। তবে তারা কোনও রাজনৈতিক দলের কর্মী-সদস্য কি না, তা স্পষ্টভাবে জানা যায়নি।
ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসীরা তামাক বিক্রির ওই আড্ডাখানায় ভাঙচুর চালান বলে খবর। স্থানীয়দের দাবি, এলাকায় এমন বেআইনি কাণ্ডকারখানার প্রতিবাদ করতে গেলেই পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। পুলিশকে জানিয়েও বিশেষ লাভ হয়নি।
উল্লেখ্য, এই প্রথমবার নয়, এর আগে রাস্তার ধারে বসে মদ্যপান কিংবা তামাক পানের প্রতিবাদ করতে গিয়েও হেনস্তার মুখে পড়তে হয়েছে স্থানীয়দের। দিনে দুপুরেও ট্যাংরা এলাকায় শুটআউটের খবর শোনা গিয়েছে অতীতে। এদিনের ঘটনা ফের প্রমাণ করল, এলাকায় অপরাধ রুখতে এখনও পর্যন্ত কোনও কড়া পদক্ষেপ করেনি পুলিশ-প্রশাসন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.