Advertisement
Advertisement

টলিপাড়ায় কাজ বন্ধ ৫ ধারাবাহিকের!

টেকনিশিয়ানদের পারিশ্রমিক সংক্রান্ত ঝামেলায় টলিপাড়ায় আচমকাই কাজ বন্ধ হয়ে গেল পাঁচ মেগা সিরিয়ালের৷

Shooting of some mega serials stopped due to payment of technicians
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 13, 2016 9:58 am
  • Updated:July 13, 2016 10:01 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টেকনিশিয়ানদের পারিশ্রমিক সংক্রান্ত ঝামেলায় টলিপাড়ায় আচমকাই কাজ বন্ধ হয়ে গেল পাঁচ মেগা সিরিয়ালের৷ দিনের পর দিন বাকি থাকা ওভারটাইমের টাকা চেয়েও পাননি টেকনিশিয়ানরা৷ আর তাই মঙ্গলবার সন্ধে থেকে কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেন তাঁরা৷

মেগা ধারাবাহিক চালানোর জন্য নির্দিষ্ট সময় পেরিয়েও চলে কাজ৷ নিয়মমতো সে কারণে ওভারটাইমের টাকা পাওয়ার কথা টেকনিশিয়ানদের৷ কিন্তু স্টুডিওপাড়ার অন্দরের চিত্রটি অন্যরকম৷ সূত্রের খবর, দীর্ঘদিন এই টাকা পাচ্ছেন না বলে তীব্র ক্ষোভ টেকনিশিয়ান মহলে৷ আর এর জেরেই কাজ বন্ধ হয়ে যায় পাঁচ মেগা সিরিয়ালের৷ ভুতু, পটলকুমার গানওয়ালা, গোয়েন্দা গিন্নি, বেদিনী মলুয়ার কথা ও কিরণমালা- এই পাঁচ ধারাবাহিকের শুটিংয়ের কাজ বন্ধ হয়েছে বলে শোনা যাচ্ছে৷ ভেঙ্কটেশ ফিল্মস, রাজ চক্রবর্তী প্রোডাকশন ও অন্যান্য প্রযোজনা সংস্থার বিরুদ্ধে বকেয়া না মেটানোর এই অভিযোগ উঠেছে৷ ওভারটাইমের টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও শেষমেশ তা রাখা হয়নি বলে জানা যাচ্ছে৷ টলিঅন্দরের খবর, বাড়তি টাকা দাবি করলে কাজ ছেড়ে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে প্রোডাকশন হাউসগুলির তরফে৷ এরপরই কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেন টেকনিশিয়ানরা৷ বুধবারও ধারাবহিকগুলির কাজ বন্ধ থাকতে পারেই বলে জানা গিয়েছে৷ টেকনিশিয়ান্স গিল্ড আলাপ আলোচনার মধ্যে সমস্যা সমাধানের পথ খুঁজছে৷ তবে আপাতত চরম অনিশ্চয়তার মুখে এই পাঁচ ধারাবাহিকের ভবিষ্যৎ৷

Advertisement

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement