Advertisement
Advertisement

Breaking News

বাংলার হাল জরুরি অবস্থার চেয়েও খারাপ, তোপ শিবরাজের

তৃণমূল বাংলায় হিংসা ছড়াচ্ছে, দাবি বিজেপি নেতার।

Shivraj Singh Chauhan slams Mamata Govt
Published by: Subhamay Mandal
  • Posted:February 7, 2019 12:54 pm
  • Updated:February 7, 2019 12:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবারই খড়গপুরের সভা থেকে তৃণমূল সরকারকে উৎখাত করার ডাক দিয়েছিলেন। বৃহস্পতিবার শহরের কালীঘাট মন্দিরে সস্ত্রীক পুজো দেওয়ার পর প্রশাসনের বিরুদ্ধে তোপ দাগলেন মধ্যপ্রদেশের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। বললেন, ‘তৃণমূল বাংলায় হিংসা ছড়াচ্ছে। বাংলার মানুষ পরিবর্তন চায়।’ কালীঘাটে পুজো দেওয়ার পর বৃহস্পতিবার সকালে একথা বললেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তাঁর বক্তব্য, ‘বিজেপি নেতাদের আটকানো হচ্ছে। হেলিকপ্টার নামতে দেওয়া হচ্ছে না। পঞ্চায়েত ভোটে বিজেপি কর্মীদের খুন করা হয়েছে। বাংলায় গণতন্ত্রকে বাঁচাতে হবে।’

এরপর রাজ্য বিজেপির সদর দপ্তরে এসে সাংবাদিক বৈঠক করেন শিবরাজ। সেখানেও রাজ্যের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। বলেন, গত পঞ্চায়েত ভোটে বাংলায় একাধিক জায়গায় হিংসার ঘটনা হয়েছে। হিংসায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। ভোট পরবর্তী সময়েও হিংসার ঘটনায় বাধা পেয়েছে বোর্ড গঠনের কাজ। বহু জায়গার উদাহরণ তুলে তিনি বলেন, সদ্য মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন শেষ হয়েছে। সেখানে একজনেরও প্রাণহানি হয়নি। বোঝাই যাচ্ছে, বাংলায় গণতন্ত্রের পরিবেশ নেই। বাংলার মানুষ তাই পরিবর্তন চাইছেন। তিনি আরও বলেন, ‘চিটফান্ড নিয়ে উত্তর দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাঁর রাজত্বে বাংলায় হিংসা ও সিন্ডিকেট রাজ চলছে। একজন পুলিশ অফিসারকে নিয়ে তাঁর এত চিন্তা। এদিকে হাজার হাজার মানুষের কষ্টার্জিত টাকা ভেসে গিয়েছে চিটফান্ডে। বহু মানুষ আত্মহত্যা করেছেন।’ তাঁর হুঁশিয়ারি, যত বিজেপিকে আটকানো হবে, ততই তারা শক্তিশালী হবে। বিরোধীদের জোট, লোক ঠকানোর জোট।

Advertisement

[আর্থিক তছরুপে অভিযুক্ত রবার্ট বঢরার সমর্থনে মমতা]

প্রসঙ্গত, বুধবার বিকেলে খড়গপুর গ্রামীণ থানার মাতকাতপুর ময়দানে সভা করেন শিবরাজ। কিন্তু ‘মামাজি’র সভায় মাঠ ভারতে পারেনি বিজেপি। সভা থেকে চৌহান হুঁশিয়ারি দেন, বাংলায় পরিবর্তনের পর বিজেপির সরকার তৈরি হলে একেক জন গুন্ডাকে খুঁজে বের করে দেখে নেওয়া হবে। মুখ্যমন্ত্রীর ধরনায় বসাকেও কটাক্ষ করেন তিনি। আজ বিকেলে পানিহাটিতে সভা করবেন শিবরাজ।

[‘আমাকে বদনাম করতে একজোট বিরোধীরা’, সিবিআই ইস্যুতে মন্তব্য মোদির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement