Advertisement
Advertisement
Sheikh Shahjahan

এবার কয়লা কাণ্ডে নাম জুড়ল শাহজাহানের! কী বলছে ইডি?

চার্জশিটে ঠিক কী জানিয়েছে ইডি?

Sheikh Shahjahan allegedly involved in coal scam
Published by: Tiyasha Sarkar
  • Posted:May 31, 2024 12:57 pm
  • Updated:May 31, 2024 3:00 pm

অর্ণব আইচ: এবার নতুন অভিযোগে বিদ্ধ সন্দেশখালির ‘বাঘ’। কয়লা পাচার কাণ্ডে নাম জুড়ল শেখ শাহজাহানের। চার্জশিটে ইডির দাবি, কয়লা কারবারেও যুক্ত ছিলেন তিনি।  শাহজাহান (Sheikh Shahjahan) বেআইনি ভাবে কয়লা থেকেও তোলা আদায় করতেন বলে অভিযোগ।

চলতি বছরের শুরু থেকেই সংবাদ শিরোনামে উত্তর ২৪ পরগনার দ্বীপ অঞ্চল সন্দেশখালি। ইডি হানাকে কেন্দ্র করে শুরু হয়েছিল অশান্তি। পরবর্তীতে জল গড়িয়েছে অনেকদূর। ক্ষোভে ফুঁসে উঠেছিলেন এলাকার মহিলারা। দীর্ঘদিন গা ঢাকা দিয়েছিলেন শেখ শাহজাহান। কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি। ৫৫ দিন বিভিন্ন দ্বীপে আত্মগোপন করে থাকার পর গ্রেপ্তার হন শেখ শাহজাহান। বর্তমানে প্রেসিডেন্সি জেলই ঠিকানা তাঁরা। জমি, ভেড়ি দখল থেকে শুরু করে একাধিক অভিযোগে অভিযুক্ত সন্দেশখালির শেখ শাহজাহান। ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে প্রথম চার্জশিট পেশ করেছে ইডি। সেখানেই রয়েছে একাধিক বিস্ফোরক তথ্য। সেই চার্জশিটেই ইডি উল্লেখ করেছে, কয়লা পাচার কাণ্ডে যোগ ছিল সন্দেশখালির শাহজাহান শেখের। ইডি সূত্রে খবর, কয়লা কারবারে শাহজাহানের যোগের প্রমাণ মিলেছে। বেআইনিভাবে নাকি টাকা তুলতেন সন্দেশখালির ত্রাস।

Advertisement

[আরও পড়ুন: কাশ্মীরের থানায় সেনা-পুলিশ সংঘর্ষ! আহত ৫ পুলিশকর্মী, ১৬ জওয়ানের বিরুদ্ধে FIR]

প্রসঙ্গত, চার্জশিটে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে আরও জানানো হয়েছে, জমি দখল করে প্রায় ২৬১ কোটি টাকার সম্পত্তি করেছেন সন্দেশখালির ‘বাঘ’ শাহজাহান। গোটাটাই দুর্নীতির টাকা বলে ইডির দাবি। জানা গিয়েছে, ১৮০ বিঘা মতো জমি রয়েছে, যা পুরোটাই দখল করা শাহজাহানের। ১১৩ পাতার চার্জশিটে অভিযুক্ত হিসাবে রয়েছেন শাহজাহানের ভাই আলমগীরের নাম। এছাড়াও দিদার বক্স মোল্লা, শিবপ্রসাদ হাজরার নাম রয়েছে অভিযুক্ত হিসাবে। সাক্ষী হিসাবে সরকারি আধিকারিকদের বয়ানের উল্লেখও করা হয়েছে। সিবিআই সন্দেশখালিতে অস্ত্র উদ্ধারও করেছিল। অস্ত্রেরও উল্লেখ আছে চার্জশিটে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement