ছবি: প্রতীকী
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: বিজেপি বিরোধী লড়াইয়ে সমর্থনের পাল্লা আরও ভারী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দিকে। এবার বাংলার মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়ানোর বার্তা দিলেন এনসিপি সুপ্রিমো শরদ পওয়ার (Sharad Pawar)। গত কয়েকদিনে একাধিকবার উভয়ের ফোনে কথা হয়। সূত্রের খবর, জানুয়ারি মাসে আসার কথা পওয়ারের। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একসঙ্গে জনসভা করতে পারেন। তবে তা কোথায়, কবে হবে, সেসব এখনও চূড়ান্ত হয়নি।
জাতীয় বিভিন্ন ইস্যুতে বিরোধী রাজনৈতিক মুখ হিসেবে বারবারই সামনে এসেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি বিরোধী দলগুলির নেতারা তাঁকে সামনে রেখেই লড়তে আগ্রহ প্রকাশ করেছেন। ফলে অরবিন্দ কেজরিওয়াল কিংবা এমকে স্ট্যালিন কিংবা শরদ পওয়ারদের সঙ্গে তাঁর সৌহার্দ্য অবিদিত নয়। তাঁরা আন্দোলনের ক্ষেত্রে নেত্রী হিসেবে তৃণমূল সুপ্রিমোকেই পছন্দ করেন। সম্প্রতি আইপিএস বদলি ইস্যুতে কেন্দ্র-রাজ্য সংঘাতের মাঝে রাজ্যের অবস্থানকে সমর্থন জানিয়ে প্রথম টুইট করেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। পরে ডিএমকে নেতা এমকে স্ট্যালিন, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলও তাঁকে সমর্থন জানান। ফলে বিরোধী ঐক্য জোরদার হতে থাকে।
সূত্রের খবর, কেজরিওয়ালদের সমর্থনের পরপরই মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছেন এনসিপি সুপ্রিমো শরদ পওয়ার। তিনি আইপিএস নিয়ে তিনি মমতাকে সমর্থনের পাশাপাশি বর্তমান জ্বলন্ত ইস্যু কৃষক আন্দোলন (Farmers Protest) নিয়েও কথা হয় দু’জনের। সিঙ্গুর আন্দোলনে মমতার ভূমিকার প্রশংসা করেন শরদ পওয়ার। এ নিয়ে বিরোধীদের যৌথ আন্দোলন কোন পথে এগোতে পারে, তার রূপরেখা নিয়ে আলোচনা করেন তাঁরা। এছাড়া আগামী বছর এ রাজ্যের নির্বাচনে বিজেপি বিরোধিতায় তৃণমূল কীভাবে কাজ করছে, সে নিয়েও কথা হয়েছে।
তারপরই পওয়ার আশ্বাস দেন, তিনি বিজেপি বিরোধী লড়াইয়ে বাংলার মুখ্যমন্ত্রীর পাশে থাকবেন। জানুয়ারিতে কলকাতায় আসতে পারেন এনসিপি সুপ্রিমো। মমতার সঙ্গে যৌথ প্রচারসভা করার কথা। অর্থাৎ, কৃষক আন্দোলন এবং আইপিএস বদলি – এই দুই জোড়া ইস্যুকে ঘিরে ফের একজোট হওয়ার পথে বিরোধীরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.