Advertisement
Advertisement

Breaking News

Shantanu Thakur

মতুয়া মহাসংঘের রাশ থাকবে কার হাতে? হাই কোর্টে শান্তনু ঠাকুর

আগামী বুধবার মামলার শুনানি হতে পারে।

Shantanu Thakur files a case in Calcutta HC over Matua Mahasangha conflict

ফাইল ছবি

Published by: Sayani Sen
  • Posted:March 18, 2024 5:44 pm
  • Updated:March 18, 2024 7:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মতুয়া মহাসংঘের রাশ থাকবে কার হাতে, তা নিয়ে এবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর(Shantanu Thakur)। সোমবার বিচারপতি জয় সেনগুপ্ত তাঁকে মামলা করার অনুমতি দেন। আগামী বুধবার মামলার শুনানি হতে পারে।

ঘটনার সূত্রপাত দিনকয়েক আগে। তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর দাবি করেন, বেআইনিভাবে মতুয়া মহাসংঘের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা জমা করেছেন শান্তনু ঠাকুর। থানায় অভিযোগ দায়ের করেন। তার ফলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিল করে দিয়েছে পুলিশ। সেই দ্বন্দ্বের জলই গড়াল কলকাতা হাই কোর্টে। পুলিশ বেআইনিভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিল করেছে বলেই দাবি শান্তনুর। মামলাকারীর আইনজীবী ময়ূখ মুখোপাধ্যায় জানান, মামলা করার অনুমতি চেয়ে বিচারপতি জয় সেনগুপ্তের একক বেঞ্চের দ্বারস্থ হন শান্তনু। মামলার অনুমতি দিয়েছেন বিচারপতি। আগামী বুধবার মামলার শুনানির সম্ভাবনা।

Advertisement

[আরও পড়ুন: নাবালিকা গৃহকর্মীকে লাগাতার ধর্ষণের অভিযোগ, অসমে গ্রেপ্তার পুলিশ আধিকারিক]

দিল্লিতে দ্বিতীয় মোদী সরকার গঠনের পরই ২০১৯ সালে এই সংশোধিত নাগরকিত্ব আইন পাশ করানো হয়েছিল। কিন্তু মাঝে বেশ কয়েকটি বছর কাটার পর চব্বিশের লোকসভা নির্বাচনের মুখে সিএএ লাগুর কথা ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। তা নিয়ে ঠাকুর বাড়ি দুভাগে বিভক্ত। সিএএ-কে হাতিয়ার করে ভোটপ্রচারে ব্যস্ত শান্তনু ঠাকুর। আবার সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতা করছেন মমতাবালা ঠাকুর। সোমবারও সাংবাদিক বৈঠকে সিএএ-র কড়া সমালোচনা করেন। সিএএ বিরোধিতায় আন্দোলন চালিয়ে যাবেন বলেই দাবি তাঁর। এই সংঘাতের মাঝেই এবার মতুয়া মহাসংঘের রাশ নিয়েও চলছে জোর টানাপোড়েন।

[আরও পড়ুন: ভোটপ্রচারে বায়ুসেনার চপার ব্যবহার মোদির! আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কমিশনে তৃণমূল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement