Advertisement
Advertisement
Calcutta HC

ঠাকুরবাড়িতে অভিষেকের কর্মসূচি ঘিরে অশান্তির অভিযোগ, হাই কোর্টের দ্বারস্থ শান্তনু ঠাকুর

গত ১১ জুন বনগাঁয় অভিষেকের সফরকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়।

Shantanu Thakur appeals at Calcutta HC on unrest during Abhishek Banerjee's visit at Thakurbari | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:June 19, 2023 2:12 pm
  • Updated:June 19, 2023 2:12 pm

গোবিন্দ রায়: বনগাঁয় মতুয়া গোষ্ঠীর ঠাকুরবাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিতে অশান্তির ঘটনায় এবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ শান্তনু ঠাকুর। বিচারপতি মান্থার এজলাসে মামলা দায়েরের অনুমতিও মিলেছে ইতিমধ্যে।

গত ১১ জুন বনগাঁয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সফরকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। তাঁর পৌঁছনোর আগেই মতুয়া মহাসংঘের মাঠে অন্য একটি সভার আয়োজন করেন শান্তনুপন্থী মতুয়ারা। যেখানে মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাওয়ার দাবিতে সরব হয়েছিলেন তাঁরা। এদিকে অভিষেক যাওয়ার আগেই উত্তেজনা চরমে ওঠে। বন্ধ করে দেওয়া হয় মন্দিরের মূল গেট। হাতাহাতিতে জড়ায় মতুয়াদের দুই পক্ষ। উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। অভিযোগ, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক কাউকে না জানিয়ে মতুয়া মহাসংঘের মন্দিরের সামনে মিছিল করেন। তৃণমূল দলবল নিয়ে মন্দিরে বেআইনি ভাবে ভিড় জমায় বলেও অভিযোগ ওঠে। এমনকী ভক্তদের নাকি হুমকিও দেওয়া হয় তৃণমূলের তরফে।

Advertisement

[আরও পড়ুন: সাতসকালেই যেন সন্ধে! প্রাক বর্ষার বৃষ্টিতে নামল তাপমাত্রা, স্বস্তি কলকাতায়]

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে মন্দিরের তরফে অভিযোগও জানানো হয়। তবে তারপরও এ নিয়ে কোনও পদক্ষেপ করা হয়নি। উলটে ওই দিনের ঘটনায় মন্দির কমিটি-সহ ভক্তদের বিরুদ্ধে মোট পাঁচটি এফআইআর করেছে পুলিশ। বেশ কয়েকজন ভক্তকে ইতিমধ্যে গ্রেপ্তারও করা হয়েছে।

ঠাকুরবাড়ির এই অশান্তির ঘটনায় বিহিত চেয়ে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা শান্তনু ঠাকুর। বিচারপতি রাজশেখর মান্থার এজলাস মামলা দায়েরের অনুমতি দিয়েছে। কাল সেই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা।

[আরও পড়ুন: রশিদদের ঘূর্ণিতে ভীত বাবররা! বিশ্বকাপে আফগানিস্তান ম্যাচের কেন্দ্র বদলের দাবি পাকিস্তানের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement