সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জল্পনা সত্যি হল। সিপিএম (CPM) রাজ্য সম্পাদকমণ্ডলীতে ব্যাপক রদবদল। তিনদিনের বর্ধিত অধিবেশন শেষে সেই রদবদলের কথা জানানো হল প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে। সিপিএম রাজ্য সম্পাদকমণ্ডলীতে স্থায়ী আমন্ত্রিত সদস্য হলেন রাজ্যসভার সাংসদ তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য এবং ডিওয়াইএফআই-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিমগ্নরাজ ভট্টাচার্য। রাজ্য কমিটিতে ঠাঁই পেলেন ফৈয়াজ আহমেদ খান। তিনি কলকাতা পুরসভার (KMC) প্রাক্তন মেয়র পারিষদ ছিলেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন দলীয় মুখপত্রের সম্পাদক পদে। দেবাশিস চক্রবর্তীর বদলে ‘গণশক্তি’র (Ganashakti) সম্পাদক হলেন দক্ষিণ ২৪ পরগনা জেলা সম্পাদক তথা কেন্দ্রীয় কমিটির সদস্য শমীক লাহিড়ি। তবে তাঁর জায়গায় জেলা সম্পাদকের পদে কে আসবেন, তা এখনও স্থির হয়নি।
‘গণশক্তি’র সম্পাদক পদে যে বদল আসবে, সেই ইঙ্গিত মিলেছিল আগেই। দলের রাজ্য কমিটির বর্ধিত অধিবেশনে সেই সিদ্ধান্তে সিলমোহর দেওয়া হল। সিপিএমের দলীয় মুখপত্রের কাজকর্ম নিয়ে দলের একাংশের মধ্যে অভিযোগ রয়েছে। তাঁদের অভিযোগ, পার্টি লাইন অনুযায়ী দলীয় খবর পরিবেশনে ত্রুটি থেকে যাচ্ছে। হোলটাইমারদের অনেকে পত্রিকা ফ্রন্ট ছেড়ে অন্য ফ্রন্টে চলে গিয়েছেন। তাই তড়িঘড়ি দলীয় মুখপত্রের সম্পাদক পদে বদলের (Reshuffle) চিন্তাভাবনা শুরু হয়ে গিয়েছে। এমনকী তা চূড়ান্ত করতে রাজ্য কমিটির বর্ধিত অধিবেশন হয় হাওড়া জেলার সদর কার্যালয়ে। সিপিএমের গঠনতন্ত্র অনুযায়ী, দলীয় মুখপত্রের সম্পাদক সর্বদা রাজ্য সম্মেলন থেকেই বদল করা হয়ে থাকে। এবার তা বর্ধিত অধিবেশন পর্যন্ত গড়াল।
দলীয় সূত্রে খবর, শমীক লাহিড়ির (Shamik Lahiri) সঙ্গে সিপিএমের বর্তমান রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের যথেষ্ট ঘনিষ্ঠতা রয়েছে। এছাড়া দীর্ঘদিন ধরে শমীকবাবু সংগঠনের কাজ অত্যন্ত দক্ষতার সঙ্গে করার পাশাপাশি আজকের প্রযুক্তির যুগের সঙ্গে তাল মিলিয়ে চলেন। ডিজিটাল (Digital) বিষয়ে তিনি বেশ সড়গড়। সেই কারণে তাঁকে ‘গণশক্তি’র সম্পাদক পদে আনা হল। তবে এই দায়িত্ব নেওয়ার পাশাপাশি একটি পদ ছাড়তে হবে শমীকবাবুকে। কারণ, দলের নিয়ম অনুযায়ী, এক ব্যক্তি একসঙ্গে তিনটি পদে থাকতে পারেন না। জেলা সম্পাদকের পাশাপাশি শমীক লাহিড়ি কেন্দ্রীয় কমিটির সদস্যও। তার সঙ্গে এবার যুক্ত হল দলীয় মুখপত্রের সম্পাদক পদটি। সম্ভবত জেলা সম্পাদকের পদে তাঁর বদলে অন্য কাউকে আনা হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.