Advertisement
Advertisement
Shahjahan Sheikh

শাহজাহান যেন লাদেন! অন্তরাল থেকে আসছে বার্তা, আদালতে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে বলছে ইডি

তাঁর কথায়, লাদেনের মতো ভয়েস মেসেজ করছেন শাহজাহান। তাহলে কেন পুলিশ খুঁজে পাচ্ছে না, সেটাই প্রশ্ন। পুলিশের ভূমিকায় খুশি নয় আদালতও।

Shahjahan Sheikh Issue: ED slams Bengal police over Shahjahan arrest | Sangbad Pratidin

সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহান

Published by: Tiyasha Sarkar
  • Posted:January 17, 2024 12:42 pm
  • Updated:January 17, 2024 4:06 pm

গোবিন্দ রায়: সন্দেশখালি কাণ্ডে ফের প্রশ্নের মুখে রাজ্য পুলিশ। এদিন আদালতে শেখ শাহজাহানকে(Shahjahan Sheikh) ওসামা বিন লাদেনের সঙ্গে তুলনা করলেন ইডির আইনজীবী। তাঁর কথায়, লাদেনের মতো ভয়েস মেসেজ করছেন শাহজাহান। তাহলে কেন পুলিশ খুঁজে পাচ্ছে না, সেটাই প্রশ্ন। পুলিশের ভূমিকায় খুশি নয় আদালতও। কিন্তু সিবিআই তদন্তভার পাবে কি? স্পষ্ট হবে বিকেল ৪ টেয়।

সন্দেশখালি কাণ্ডে তোলপাড় রাজ্য-রাজনীতি। জল গড়িয়েছে আদালতে। সিবিআই তদন্তের দাবি নিয়ে হাই কোর্টে ইডি। বুধবার সেই মামলার শুনানিতে ইডির আইনজীবী বলেন, “পুলিশি তদন্তে ভরসা নেই। আমরা রাজ্যের তদন্তে আপত্তি জানাচ্ছি। তদন্ত করছে দেখাতে নতুন ধারা যুক্ত করেছে রাজ্য।” পালটা বিচারপতি জয় সেনগুপ্ত প্রশ্ন করেন, শাহজাহান শেখ PMLA অপরাধে যুক্ত কি না। ইডির আইনজীবী জানান, না। এর পর বিচারপতি বলেন, “পুলিশ পারেনি গ্রেপ্তার করতে। ইডি রেড করতে গিয়ে আক্রান্ত। কীভাবে আশা করছেন সিবিআই তাঁকে ধরতে পারবে? আপনাদের সব ক্ষমতা আছে। কেন্দ্রীয় বাহিনী আছে। তার পরও সমস্যা হচ্ছে।”

Advertisement

[আরও পড়ুন: সিমকার্ড, ইন্টারনেট ছাড়াই ফোনে চলবে ভিডিও! প্রয়ুক্তিতে ‘বিপ্লব’ আনবে কেন্দ্র]

এর পর প্রশ্ন ওঠে ইডি আদৌ শাহজাহানকে গ্রেপ্তার করার অনুমতি রয়েছে কি না। ইডির আইনজীবী বলেন, “আমরা গিয়েছিলাম আইন মেনে। কিন্তু ঢুকতেই দেওয়া হয়নি। আমরা আদালতে সেটাই জানাতে এসেছি। পুলিশ ওঁকে কোনওদিনই ধরতে পারবে না।” এর পরই সিবিআইয়ের তরফে জানানো হয়েছে, “এটা যদি আমাদের হাতে দেওয়া হয় তাহলে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ এর দায়িত্ব নেবে। রামজয়ন্তিতে ঝামেলার পর হনুমান জয়ন্তিতে সিবিআই দায়িত্ব পেয়েছিল। তাতে কোনও গোলমাল হয়নি।” বিকেল চারটেয় সিদ্ধান্ত জানাবে আদালত। প্রসঙ্গত, এই মামলায় ৩০৭ ধারা যোগ করেছে পুলিশ। 

[আরও পড়ুন: দুয়ারে সরকারেও ‘বঞ্চিত’, সরকারি পরিষেবা দিতে নয়া কর্মসূচি ঘোষণা মুখ্যমন্ত্রীর]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement