রূপায়ণ গঙ্গোপাধ্যায়: এবার কমিকসের প্রিয় চরিত্রগুলিকে হাতিয়ার করে স্কুল ছাত্রদের কাছে পৌঁছতে চাইছে সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই (SFI)। আর তাই স্কুল ছাত্র কনভেনশনকে কেন্দ্র করে এসএফআইয়ের ডিজিটাল পোস্টারে (Digital poster) হাজির ফেলুদা, শঙ্কু, নন্টে-ফন্টে, টিনটিনের মতো চরিত্ররা। স্কুল শিক্ষা ব্যবস্থা ও জাতীয় শিক্ষানীতির প্রতিবাদ, এসব ইস্যু রয়েছে এসএফআইয়ের স্কুল ছাত্র কনভেনশনে।
সংগঠনের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্যর বক্তব্য, ‘‘কেন্দ্রীয় সরকারের জাতীয় শিক্ষানীতি স্কুল শিক্ষা ব্যবস্থাকে লাটে তুলে দেবে। গ্রামের স্কুলগুলিকে শুকিয়ে মারার চেষ্টা। এছাড়া ড্রপ আউট, ফি বৃদ্ধির বিষয়টিও রয়েছে।’’ রবিবার চন্দননগরে (Chandannagar) হতে চলেছে এসএফআইয়ের স্কুল ছাত্র কনভেনশন। যার মূল পোস্টারে রয়েছে, এসএফআইয়ের পতাকা হাতে সুপারম্যানের ছবি। লেখা রয়েছে – স্কুলে লেখাপড়ার খরচ কমানোর লড়াইয়ে এসএফআই-ই সুপারম্যান (Superman)।
প্রফেসর শঙ্কুর কার্টুনে দেখা যাচ্ছে শঙ্কু বলছে, ‘‘এই বাজারে পড়াশোনা করলে আর প্রফেসর শঙ্কু হওয়া হত না। পিরিয়ডিক টেবিলটাই শেখা হত না।’’ আবার ডোরেমনের কার্টুনে নবিতা ডোরেমনকে বলছে, ‘‘তোর পকেট থেকে যদি সবার জন্য মোবাইল ফোন বেরতো, তাহলে লকডাউনে সকলে পড়তে পারত।’’ উত্তরে ডোরেমন বলছে, ‘‘তাহলে নেটের খরচ? আবার নন্টে-ফন্টের কার্টুনের চরিত্র সুপারিন্টেডেন্ট স্যর জিজ্ঞেস করছে, ‘‘কীরে নন্টে, তোর বন্ধু কোথায়?’’ জবাবে নন্টে বলছে, ‘‘ফন্টে আর পড়তে আসবে না স্যর। ওর বাবা বলেছে আর পড়াতে পারবে না।’’
এছাড়া রয়েছে ফেলুদার (Feluda) কার্টুনও। শিক্ষক নিয়োগ দুর্নীতি ইস্যুতেও কার্টুন চরিত্রদের মাধ্যমে খোঁচা দেওয়া হয়েছে রাজ্য সরকারকে। সোমবার, পরিবেশ দিবসের দিন চন্দননগরে এসএফআইয়ের স্কুল ছাত্র কনভেনশনের মূল স্লোগান, ‘স্কুল বাঁচাও, মূল বাঁচাও’। স্কুল ছাত্র কনভেনশনে বিভিন্ন স্কুল থেকে ছাত্র প্রতিনিধিরা উপস্থিত থাকবে। পরিবেশ দিবসকে সামনে রেখে মিছিলেও শামিল হবে তারা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.