সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘটনার ১২ দিন পর যাদবপুর কাণ্ডে মুখ খুলেছেন সন্দেহভাজন অরিত্র মজুমদার (আলু)। নথি দিয়ে দাবি করেছেন, কাশ্মীর বেড়াতে গিয়েছিলেন তিনি, তাই এতদিন চুপ ছিলেন। তবে তাঁর দেওয়া নথি নিয়ে উঠেছ বহু প্রশ্ন। এদিকে আগামিকাল বেলা ১১.৩০ মিনিটে অরিত্রকে তলব করেছে অভ্যন্তরীণ কমিটি।
বিষয়টা ঠিক কী? অরিত্র মজুমদারের ফেসবুক পোস্ট অনুযায়ী ১০ আগস্ট সকালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন তিনি। তারপর রওনা দেন কাশ্মীরের উদ্দেশ্যে। ট্রেন ও বিমানের টিকিটের ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি। এখানেই নতুন বিতর্কের সূত্রপাত। যে বিমানের টিকিটের ছবি পোস্ট করেছিলেন অরিত্র প্রমাণ হিসেবে, সেই বিমানটি বাতিল হয়েছিল আগেই। এখানেই শেষ নয়। অরিত্র মজুমদার সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র। বর্তমানে গবেষনা করছেন। সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে র রেজিস্ট্রারে ১১ আগস্টও সই রয়েছে অরিত্রর।
এখানেই মাথাচাড়া দিচ্ছে বেশ কয়েকটি প্রশ্ন। প্রথমত, যে বিমান বাতিল হয়েছে, সেটির টিকিট কেন দেখানো হল? দ্বিতীয়ত, যদি কাশ্মীর গিয়ে থাকেন ১০ তারিখ, তবে কীভাবে ১১ আগস্ট রেজিস্ট্রারে সই করলেন? পরবর্তীতে অরিত্র দাবি করেছেন, বিমান বাতিল হওয়ায় অন্য বিমানে কাশ্মীর গিয়েছিলেন তিনি। এসএফআইয়ের দাবি, যদি কাশ্মীর গিয়ে থাকেন সেখানে বোর্ডিং পাস-সহ অন্য তথ্য দেখানো হোক, যাতে প্রমাণ হয় যে উনি কলকাতায় ছিলেন না। পাশাপাশি প্রভাবশালী ডিএসএফ নেতার দাবিতে অসংগতি রয়েছে বলেও দাবি করা হয়। বলা হয়, টিকিটে কখনই যাত্রা প্রমাণিত হয় না। এদিকে রেজিস্ট্রারে সই নিয়ে এখনও কোনও মন্তব্য করেননি অরিত্র।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.