সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অক্সফোর্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ (Mamata Banerjee Oxford Speech) পণ্ড করার অপচেষ্টা ব্যর্থ। কার্যত উপস্থিত জনতার কাছে ঘাড়ধাক্কা খেতে হয়েছে মুষ্টিমেয় এসএফআই সমর্থকদের। কিন্তু তাতেও সম্ভবত শিক্ষা হয়নি সিপিএমের ছাত্র সংগঠনের। মুখ্যমন্ত্রীর সফরে ওই অনভিপ্রেত ঘটনার নেপথ্যের ব্যাখ্যা দিতে গিয়ে এবার আবার আরজি কর কাণ্ডকে ঢাল করার চেষ্টা করল বাম ছাত্র সংগঠন।
অক্সফোর্ডে মুখ্যমন্ত্রীর ভাষণ পণ্ড করার অপচেষ্টা নিয়ে এসএফআইয়ের ব্যাখ্য, “অক্সফোর্ডে গিয়ে মিথ্যাভাষণ দেবেন, আর SFI চুপ করে শুনবে? তা হয় না। আর জি করে নির্ভয়ার যন্ত্রণা আমাদের সকলের আছে। তাই প্রশ্ন হয়েছে।” বাম ছাত্র সংগঠন বলছে, ক্যাম্পাসে গণতন্ত্র, বাংলার শিক্ষা, স্বাস্থ্য, শিল্পের দুরাবস্থা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং ওনার বাহিনীকে এসএফআই প্রশ্ন করবেই। থ্রেট কালচারের বিরুদ্ধে কথা হবেই। সর্বত্র। ইংল্যান্ড হোক বা ইংলিশবাজার।”
প্রশ্ন হচ্ছে, স্রেফ প্রশ্ন করাই যদি উদ্দেশ্য হত, তাহলে সেটা প্রশ্নোত্তর পর্বে না করে মুখ্যমন্ত্রীর ভাষণের মাঝে অহেতুক বিক্ষোভ দেখানোর অর্থ কী? অক্সফোর্ডে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান সূচিতে তাঁর ভাষণ শেষে প্রশ্নোত্তর পর্বও ছিল। মুখ্যমন্ত্রী প্রশ্ন নিতে এবং সব প্রশ্নের উত্তর দিতে প্রস্তুতও ছিলেন। কিন্তু এসএফআই সমর্থকরা সেসবের তোয়াক্কা না করে ভাষণ চলাকালীনই একপ্রকার ‘অসভ্যতা’ শুরু করে। যার জেরে ক্ষুব্ধ আয়োজকরা এবং সমবেত জনতা একপ্রকার ঘাড়ধাক্কা দিয়ে তাঁদের বের করে দেয়। এই ঘটনায় এসএফআই এতটাই সমালোচিত হচ্ছে যে, সিপিএমের মুখপত্র ‘গণশক্তি’তেও এই খবর প্রকাশ করা হয়নি। অথচ এসএফআই একপ্রকার নির্লজ্জভাবে পুরো ঘটনায় নিজেদের মুখ বাঁচাতে নির্ভয়াকে ঢাল করতে চাইছে।
তৃণমূল অবশ্য পুরো বিক্ষোভ নিয়ে রীতিমতো আক্রমণাত্মক। তৃণমূল আগেই বলেছিল, মুখ্যমন্ত্রীর সফরে অশান্তির ষড়যন্ত্র করা হচ্ছে। তবে সেই ষড়যন্ত্র ব্যর্থ হচ্ছে। গুটিকয়েক লোক নিয়ে ওই বিক্ষোভ নেহাত রাজ্যের বদনাম করার অপচেষ্টা ছাড়া কিছুই নয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.