Advertisement
Advertisement

Breaking News

পার্ক স্ট্রিটে বিউটি পার্লারের আড়ালে রমরমিয়ে মধুচক্র, পুলিশের জালে ১৭

ফের শহরের অভিজাত এলাকায় মধুচক্রের হদিশ।

Sex racket busted in Parkstreet, 17 held
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 1, 2018 2:17 pm
  • Updated:July 1, 2018 2:17 pm  

অর্ণব আইচ: বিউটি পার্লারের আড়াল রমরমিয়ে চলছে মধুচক্র। পার্কস্ট্রিট থেকে ৯ জন যৌনকর্মী, ৩ জন খদ্দেরকে গ্রেপ্তার করল বেনিয়াপুকুর থানার পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে বিউটি পার্লারের ম্যানেজার-সহ আরও ৬ জনকে।

[দুরন্ত এক্সপ্রেসে খাবার খেয়ে অসুস্থ একাধিক যাত্রীরা, বিক্ষোভ শিয়ালদহ স্টেশনে]

Advertisement

এ শহরে দেহব্যবসা আর নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ নেই। অভিজাত এলাকায় রমরমিয়ে মধুচক্র চলছে বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, এলাকার বিউটি পার্লার ও স্পাগুলিতে অসাধু ব্যবসায়ীরা টার্গেট করছে। বাইরে থেকে দেখে বোঝার নেই। কিন্তু, বিউটি পার্লার বা স্পায়ের আড়ালে দিব্যি চলছে মধুচক্র। শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে পার্ক স্ট্রিটে তেমনই একটি বিউটি পার্লারে অভিযান চালাল বেনিয়াপুকুর থানার পুলিশ। হাতেনাতে ধরা পড়ল ৯ জন যৌনকর্মী ও ৩ জন ‘খদ্দের’। ঘটনায় ওই বিউটি পার্লারের ম্যানেজার বিকাশ চক্রবর্তী-সহ আরও ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তকারীদের দাবি, দীর্ঘদিন ধরেই ৮২ নম্বর পার্ক স্ট্রিটের ঠিকানায় একটি বহুতলের তিনতলায় ওই বিউটি পার্লারে মধুচক্র চলত।

এ শহরে অভিজাত ও বসতি এলাকায় মধুচক্রের ব্যবসা অবশ্য নতুন নয়। দিনকয়েক আগে সল্টলেকের সেক্টর-টু-এর একটি গেস্টহাউসে মধুচক্রের হদিশ পান গোয়েন্দারা। গেস্ট হাউসের ম্যানেজার, এক মহিলা পাচারকারী-সহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হয় হয় ৬ জন নাবালিকা। তারও আগে কলকাতা ও বাগুইআটির পাঁচটি ম্যাসাজ পার্লারে মধুচক্রের পর্দাফাঁস করেন লালবাজারের গোয়েন্দারা। গ্রেপ্তার হয় ৫৪ জন। ধৃতদের কেউ যৌনকর্মী, কেউ আবার মধুচক্র বা ম্যাসাজ পার্লারের মালিক বা মালকিন। বেশিরভাগেরই বাড়ি শহর কিংবা শহরতলিতে।

শহরে ফাঁস চিনা পাচারচক্র, উদ্ধার ৪০ কোটি টাকার নিষিদ্ধ মাদক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement