Advertisement
Advertisement
বিজেপি

কেন্দ্রীয় মন্ত্রিসভায় ঠাঁই পাচ্ছেন বাংলার একাধিক সাংসদ, তুঙ্গে জল্পনা

মুকুল রায়কেও গুরুত্বপূর্ণ কোনও মন্ত্রকের দায়িত্ব দিতে পারেন নরেন্দ্র মোদি৷

Several Bengal MPs to make in Narendra Modi's cabinet
Published by: Tanujit Das
  • Posted:May 24, 2019 11:13 am
  • Updated:May 24, 2019 3:52 pm  

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: গতবার যা ছিল ঝড়, এবার তা ফিরেছে সুনামির হয়ে৷ গতবার আটকাতে পারলেও, এবার তা প্রতিরোধে ব্যর্থ শাসকদল৷ ২০১৪-র লোকসভা নির্বাচনে প্রবল মোদি ঝড়ে যে বিজেপি বাংলায় দু’টি আসনে আটকে যায়, পাঁচ বছর ঘুরতেই সুনামির জেরে তার ঝুলিতে গিয়েছে ১৮টি আসন৷ আর এই জয়ের স্বভাবতই উচ্ছ্বাসিত বঙ্গ বিজেপি এবং কেন্দ্রীয় নেতৃত্ব৷ সূত্রের খবর, এরাজ্যের কয়েকজন সাংসদকে এই জয়ের উপহারও দিতে চলেছেন শীর্ষ নেতারা৷ আরও স্পষ্ট করে বলতে গেলে জয়ী ১৮ জন বিজেপি সাংসদের মধ্যে সাত থেকে আট জনকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা দিতে চলেছেন মোদি-শাহরা৷

[ আরও খবর: কলকাতার দুই আসনই থাকছে তৃণমূলের, জয় নিশ্চিত যাদবপুরেও]

Advertisement

২০১৪-তে বিজেপির টিকিটে আসানসোল ও দার্জিলিং থেকে জয়ী হন যথাক্রমে বাবুল সুপ্রিয় ও সুরিন্দর সিং আলুওয়ালিয়া৷ সেবার এদের দু’জনকেই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী করেন নরেন্দ্র মোদি৷ তবে এবার বাংলা থেকে ১৮ জন বিজেপি সাংসদ যাচ্ছেন লোকসভায়৷ তাই এবার আরও বেশি সংখ্যক বিজেপি সাংসদরা কেন্দ্রীয় মন্ত্রিসভায় ঠাঁই পাবেন বলে জল্পনা৷ ২০১৯ সালে বিজেপি বাংলায় সবচেয়ে বেশি আসন জয় করেছে উত্তরবঙ্গ, জঙ্গলমহল ও মতুয়া অধ্যুষিত অঞ্চলে৷ সূত্রের খবর, আগামী বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে এই আসনগুলি থেকে জয়ী হেভিওয়েট এবং পরিচিত সাংসদদের পূর্ণমন্ত্রী অথবা প্রতিমন্ত্রী করতে পারেন মোদি-শাহরা৷

[ আরও খবর: নতুন সরকারে কে? জানতে সকাল থেকে টিভিতে চোখ শহরের ফুটপাথবাসীর]

বিজেপি সূত্রে খবর, কোনও গুরুত্বপূর্ণ মন্ত্রকের পূর্ণমন্ত্রী করা হতে পারে আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়কে৷ প্রতিমন্ত্রীর দায়িত্ব পেতে পারেন সুরিন্দর সিং আলুওয়ালিয়া, দিলীপ ঘোষ ও লকেট চট্টোপাধ্যায়৷ জঙ্গলমহল, উত্তরবঙ্গ ও মতুয়া ভোটব্যাংকের কথা মাথায় রেখে প্রতিমন্ত্রী হওয়ার দৌঁড়ে রয়েছেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, আলিপুরদুয়ারের সাংসদ জন বারলা ও বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর৷ রাজনৈতিক মহলে গুঞ্জন রাজ্যসভায় পাঠিয়ে মুকুল রায়কেও গুরুত্বপূর্ণ কোনও মন্ত্রকের দায়িত্ব দিতে পারেন নরেন্দ্র মোদি৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement