Advertisement
Advertisement

Breaking News

Howrah

আলাদা ডরমেটরি, কোচ, রেস্তরাঁ! হাওড়া স্টেশনে মহিলাদের জন্য সুব্যবস্থা রেলের

কেমন হল নয়া ডরমেটরি, দেখুন ভিডিও।

Separate 'dormitory' for women opened at Howrah station | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:November 10, 2023 9:50 pm
  • Updated:November 10, 2023 9:57 pm  

সুব্রত বিশ্বাস: মহিলা যাত্রীদের সুবিধার্থে বড়সড় উদ্যোগ পূর্ব রেলের (Eastern Railway)। হাওড়া স্টেশনে এবার খুলে গেল মহিলাদের জন‌্য আলাদা ডরমেটরি (Women dormitory)। পাঁচ বেডের মহিলা ডরমেটরির পাশাপাশি পুরুষদেরও আট বেডের ডরমেটরি খুলে দেওয়া হল নিউ কমপ্লেক্সে। নতুন এই এক্সিকিউটিভ লাউঞ্জে ২৩টা রুমের পাশাপশি এখানে রয়েছে ফুড কোর্ট, বাতানুকূল বসার জায়াগা, স্নানাগার-সহ একাধিক স্বাচ্ছন্দ‌্যের ব‌্যবস্থা।

তবে এর জন্য যাত্রীদের অতিরিক্ত গাঁটের কড়ি খরচ হবে। এখানে পা রাখলে যাত্রীদের ঘণ্টায় গুনতে হবে ৫০ টাকা। লাউঞ্জের উদ্বোধন করে কেন্দ্রের বন্দর, নৌ-পরিবহণ ও জলপথ বিভাগের প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর (Santanu Thakur) বলেন, ”রেলের ভালো কাজের মধ্যে এটি অন্যতম। যাত্রী পরিষেবার জন‌্য পুরনো একটা ভবনকে এভাবে পরিষেবার কাজে লাগানো হল।” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ‌্যায় (Locket Chatterjee)। তিনিও রেলের এই উদ্যোগকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। পাশাপাশি মহিলাদের সম্মান রক্ষায় দেশের মহিলাদের এককাট্টা হতে বলেন।

Advertisement

[আরও পড়ুন: নজরে লোকসভা ভোট, ডায়মন্ড হারবারের ৭০ হাজার বৃদ্ধাকে ভাতা দেওয়ার ঘোষণা অভিষেকের]

এদিনের ওই অনুষ্ঠানে তিনি বিহারের মুখ‌্যমন্ত্রীর কথা উল্লেখ করে একজন মহিলার বিরুদ্ধে খারাপ কথা বলার জন তাঁকে বরখাস্ত করার দাবি করেন। এদিন হাওড়ার (Howrah) গঙ্গার তিরে একটি রেস্তরাঁ খুলে দেওয়া হয়। এখানে একসঙ্গে ৪২ জন বসে খাওয়াদাওয়া করতে পারবেন। এই রেস্তরাঁটি (Resturant) এক ঠিকা সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে। এদিন অনুষ্ঠানে রেলের তরফে উপস্থিত ছিলেন পূর্ব রেলের জিএম (GM) এপি দ্বিবেদী, ডিআরএম সঞ্জীব কুমার ও বিভাগীয় প্রধানরা।

দেখুন ভিডিও: 

[আরও পড়ুন: একই দিনে অষ্টমী-নবমী, দোল-হোলিও, কদিন ছুটি নষ্ট হচ্ছে আগামী বছর?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement