সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যে ঘাটতি রয়েছে নতুন ৫০০ টাকার নোটের৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগকেই কার্যত মেনে নিল রাজ্য বিজেপি৷ রাজ্যে পাঠানো হোক আরও নতুন ৫০০ টাকার নোট, সেই কথা জানিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি, দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে চিঠি লিখলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ৷ চিঠি পাঠানো হয়েছে কৈলাশ বিজয়বর্গীয়-সহ আরও সাত কেন্দ্রীয় নেতাকে৷ চিঠিতে দিলীপ ঘোষ কেন্দ্রীয় নেতৃত্বকে জানিয়েছেন, শীঘ্রই যাতে ২৫০-৩০০ কোটি নতুন ৫০০ টাকার নোট রাজ্যে পাঠানো হোক৷ সাধারণ মানুষের হয়রানির কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দিলীপবাবু৷
সূ্ত্রের খবর, রাজ্য বিজেপি নেতাদের একাংশের মধ্যেই নতুন ৫০০ টাকার বাড়তি চাহিদা নিয়ে একপ্রস্থ আলোচনা হয়েছে৷ প্রসঙ্গত, নোট বাতিলের সিদ্ধান্তের বিরোধিতার পাশাপাশি মুখ্যমন্ত্রী লখনউ, পাটনার সভায় নতুন ৫০০ টাকার জোগান বাড়ানোর জন্য সওয়াল করেছেন৷ রাজ্যের বিভিন্ন ব্যাঙ্কের এটিএমে নতুন ৫০০ টাকার নোটের অভাব যে রয়েছে তা কার্যত মেনেই নিল রাজ্য বিজেপি৷ রাজ্য বিজেপির এই সিদ্ধান্ত নতুন ৫০০ টাকার নোট নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যকেই শিলমোহর দেওয়া হল বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.