সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতার একটি নামী ক্লাবে বালোচিস্তানের উপর একটি অনুষ্ঠান বাতিল হয়ে যাওয়ায় রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন পাক বংশোদ্ভূত কানাডিয়ান লেখক তারেক ফাতাহ, প্রাক্তন সেনাপ্রধান-সহ অনুষ্ঠানটির উদ্যোক্তারা৷ অভিযোগ, নবান্নর হস্তক্ষেপেই কলকাতা পুলিশ ওই অনুষ্ঠানটি বাতিল করেছে৷ এ প্রসঙ্গে, রাজ্য সরকার পাকিস্তানের প্রতি সমব্যথী বলেও একের পর এক বিস্ফোরক টুইট করেছেন ফাতাহ, প্রাক্তন সেনাপ্রধানরা৷
BREAKING – West Bengal Govt & Kolkata Police puts pressure on @TheCalcuttaClub to cancel my talk on #Balochistan there on 7th Jan… (1/2) pic.twitter.com/WaNvMPNaTZ
— Tarek तारिक Fatah (@TarekFatah) January 4, 2017
আসন্ন ৭ জানুয়ারি কলকাতার একটি নামী ক্লাবে ‘দ্য সাগা অফ বালোচিস্তান অ্যান্ড কাশ্মীর, হোয়াট দ্য ওয়ার্ল্ড নিডস টু নো’ বলে একটি অনুষ্ঠান হওয়ার কথা ছিল৷ বালোচিস্তানের উপর পাকিস্তানের নির্মম অত্যাচারের আসল ছবিটা তুলে ধরাই ওই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল বলে জানিয়েছেন উদ্যোক্তারা৷ কিন্তু কোনও কারণ না দেখিয়েই ওই অনুষ্ঠানটি বাতিল করে দেয় ক্লাব কর্তৃপক্ষ৷ সোশ্যাল মিডিয়ায় তারেক ফাতাহর পোস্ট করা একটি ছবি আপাতত ভাইরাল হয়ে গিয়েছে৷ ক্লাবটির তরফে ওই অনুষ্ঠান বাতিলের ই-মেলটির স্ক্রিনশট পোস্ট করেছেন ফাতাহ৷ অনুষ্ঠানটি বাতিল করে দেওয়ার ক্লাবটির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন অনেকেই৷ ফাতাহ ছাড়াও ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল কাশ্মীর আন্দোলনকর্মী সুশীল পণ্ডিত, মেজর জেনারেল জি ডি বক্সি, বালোচ আন্দোলনকর্মী বুগতির৷
কলকাতার ক্লাবটির তরফে জানানো হয়েছে, ‘নির্দিষ্ট কারণবশত অনুষ্ঠানটির আয়োজন করা সম্ভব নয়৷’ ক্লাবের সচিব রঞ্জিত দত্ত ই-মেলে জানিয়েছেন, ক্লাব প্রাঙ্গণের ভিতর আন্তরিক পরিবেশ বজায় রাখতেই অনুষ্ঠানটি বাতিল করা হল৷
Were told that event as perceived by Kolkata Police is sensitive.They felt it will fuel unnecessary tension:Organiser of Calcutta Club event pic.twitter.com/IsJypdjYoO
— ANI (@ANI_news) January 5, 2017
অনুষ্ঠানটির উদ্যোক্তাদের তরফে কর্নেল দীপ্তাংশু চৌধুরি সংবাদসংস্থা এএনআইকে জানিয়েছেন, ক্লাব কর্তৃপক্ষ প্রথমে অনুষ্ঠানটির আয়োজনে কোনও আপত্তি করেনি৷ অগ্রিম টাকাও নিয়ে নেয়৷ কিন্তু গত ৩০ ডিসেম্বর আচমকাই অনুষ্ঠান থেকে ‘কাশ্মীর’ শব্দটি বাদ দেওয়ার দাবি জানায় ক্লাবটি৷ সেই মতো উদ্যোক্তারা অনুষ্ঠানের পোস্টার থেকে কাশ্মীর শব্দটি বাদও দেন৷ তারপর একেবারেই বিনা নোটিশে গোটা অনুষ্ঠানটি বাতিল করে দেয় ক্লাব কর্তৃপক্ষ৷ কর্নেল দীপ্তাংশু চৌধুরির অভিযোগ, এখন এত কম সময়ের মধ্যে অন্য কোথাও অনুষ্ঠানটির আয়োজন করা সম্ভব নয়৷ ক্লাব কতৃপক্ষের সঙ্গে কলকাতা পুলিশের একটি গোপন বৈঠকের পরই অনুষ্ঠানটি বাতিল করা হয় বলে অভিযোগ করেছেন তিনি৷ যদিও কলকাতা পুলিশ এই অভিযোগ অস্বীকার করেছে৷ কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার বিনীত কুমার গোয়েল একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ক্লাব কর্তৃপক্ষ নিজেই অনুষ্ঠানটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে৷
Email signed by Calcutta Club’s CEO stated- cordial atmosphere of club will be at stake if event takes place:Diptangshu Chaudhury, Organiser pic.twitter.com/IsMmE54CRW
— ANI (@ANI_news) January 5, 2017
দীর্ঘদিন ধরে বালোচ আন্দোলনকারীদের দাবি, বালোচিস্তান পাকিস্তানের অংশ নয়৷ পাকিস্তান জোর করে বালোচিস্তান দখল করে রেখেছে৷ হিংসা ও প্রতারণার উপর ভিত্তি করে পাক রেঞ্জার্সরা বালোচিস্তান দখল করে রেখেছে বলে অভিযোগ আন্দোলনকারীদের৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর ভাষণে একাধিকবার বালোচিস্তান প্রসঙ্গে মুখ খুলেছেন৷ স্বাধীনতার পর তিনিই প্রথম প্রধানমন্ত্রী যিনি বালোচিস্তানের মানুষের কথা কোনও বক্তৃতায় তুলে আনেন৷ স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে বক্তব্য পেশ করতে গিয়ে মোদি বলেন, “গত কয়েকদিন ধরে বালোচিস্তান, গিলগিট ও পাক অধিকৃত কাশ্মীরের মানুষজন যেভাবে আমাকে ধন্যবাদ জানাচ্ছেন তাতে আমি কৃতজ্ঞ৷ সারা দুনিয়া দেখছে কীভাবে পাক প্রশাসন ওই সমস্ত এলাকার মানুষের উপর দমন-পীড়ন চালাচ্ছে৷ অবিলম্বে পাকিস্তানকে এর জবাব দিতে হবে৷ পাকিস্তান যেভাবে প্রকাশ্যে সন্ত্রাসবাদে মদত জোগাচ্ছে তা অত্যন্ত নিন্দনীয়৷ পাকিস্তানের উচিত অবিলম্বে সন্ত্রাসবাদীদের মদত দেওয়া বন্ধ করা৷” সেই বালোচিস্তানের মানুষদের দুর্দশার কথাই তুলে ধরার কথা ছিল কলকাতায় আয়োজিত এই অনুষ্ঠানে, যা ‘স্পর্শকাতর’ বলে বাতিল করে দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.