Advertisement
Advertisement
Mamata Banerjee

বাড়িতে কীভাবে দুর্ঘটনার কবলে মুখ্যমন্ত্রী? তদন্তে লালবাজার, কালীঘাটে বাড়ল নিরাপত্তা

রাতেই এসএসকেএম থেকে বাড়ি ফিরেছেন মমতা। রাতে ভালো ঘুম হয়েছে বলে খবর। আজ ফের শারীরিক পরীক্ষা হবে মুখ্যমন্ত্রীর।

Security beefed up in Mamata Banerjee residence after accident
Published by: Tiyasha Sarkar
  • Posted:March 15, 2024 9:22 am
  • Updated:March 15, 2024 9:54 am  

অর্ণব আইচ: বাড়িতেই কপালে চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কপাল ও নাকে সেলাই পড়েছে। জানা গিয়েছে, তাঁকে পিছন থেকে ধাক্কা দেওয়া হয়েছিল। কিন্তু কীভাবে বাড়ির মধ্যে এই দুর্ঘটনা? জানতে তদন্তে নামছে লালবাজার। এদিকে নিরাপত্তা বাড়ানো হয়েছে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে।

মুখ্যমন্ত্রীর চিকিৎসার পর বৃহস্পতিবার রাতে সাংবাদিকদের মুখোমুখি হন ডাঃ মণিময় বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, পিছন থেকে ধাক্কা লাগায় পড়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী। আর এই তথ্যের পরিপ্রেক্ষিতেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। বাড়িতে থাকাকালীন কীভাবে পিছন থেকে ধাক্কা লাগল, সেটাই বড় প্রশ্ন। এর উত্তর খুঁজতেই তদন্তে নেমেছে লালবাজার। সূত্রের খবর, শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে যাবে লালবাজারের সায়েন্টিফিক উইং, গোয়েন্দা বিভাগের দল। তাঁরা কথা বলতে চান মুখ্যমন্ত্রীর সঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে হবে তদন্ত।

Advertisement

[আরও পড়ুন: নির্বাচনের আগেই বার বার বড় দুর্ঘটনার শিকার মমতা, কী বলছে অতীত?]

এদিকে বৃহস্পতিবার প্রাথমিক চিকিৎসার পর রাতেই বাড়ি ফিরে গিয়েছেন মুখ্যমন্ত্রী। হাসপাতালে থাকতে রাজি হননি তিনি। চিকিৎসকদের নির্দেশ মেনে বাড়িতেই রয়েছেন তিনি। সূত্রের খবর, রাতে ভালো ঘুম হয়েছে মুখ্যমন্ত্রীর। আজ অর্থাৎ শুক্রবার ফের শারীরিক পরীক্ষা হবে তাঁর। প্রসঙ্গত, বৃহস্পতিবার সন্ধেবেলা মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে পড়ে গিয়ে আহত মমতা বন্দ্যোপাধ্যায়। কপাল থেকে রক্ত বেরিয়ে গড়িয়ে যায় নাক ও গালের দিকে। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। উডবার্ন ব্লকের সাড়ে ১২ নং VVIP কেবিনে দ্রুত ভর্তি করে শুরু হয় চিকিৎসা। যদিও রাতেই বাড়ি ফিরেছেন তিনি।  

[আরও পড়ুন: ডেডলাইন শেষের আগেই ইলেক্টোরাল বন্ডের তথ্য প্রকাশ করল কমিশন]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement