Advertisement
Advertisement
Security beefed up in Kolkata before new year celebration

বর্ষবরণের আগে নিরাপত্তায় বিশেষ নজর, একনজরে দেখে নিন কী কী ব্যবস্থা নিল কলকাতা পুলিশ

বর্ষবরণের আনন্দে গা ভাসানোর আগে সতর্ক থাকার বার্তা বিশেষজ্ঞদের।

Security beefed up in Kolkata before new year celebration । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:December 30, 2021 5:45 pm
  • Updated:December 30, 2021 5:53 pm  

অর্ণব আইচ: সামনেই বর্ষবরণ। উৎসবের আনন্দে গা ভাসানোর অপেক্ষায় রয়েছেন অনেকেই। বিশেষ কোনও বিধিনিষেধ জারি না হওয়ায় রাস্তায় ভিড় বাড়ার আশঙ্কা করা হচ্ছে। তাই কলকাতার নিরাপত্তার দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে।

কলকাতা পুলিশের তরফে নিরাপত্তায় কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, চলুন তা একনজরে দেখে নেওয়া যাক।

Advertisement
  • কলকাতার রাস্তায় ৩১ ডিসেম্বর ৩০০০ জন এবং ১ জানুয়ারি সাড়ে ৩ হাজার পুলিশ মোতায়েন থাকবে।
  • রাস্তায় থাকবেন ডিসিরা। বর্ষশেষের সন্ধেয় পার্ক স্ট্রিটে থাকবেন ৭ জন ডিসি।
  • বর্ষশেষের রাতে ১২ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার থাকবেন রাস্তায়।
  • নজরদারির দায়িত্ব সামলাবেন অ্যাডিশনাল সিপি।
  • শহরে ১০০টি পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ।
  • ১১টি ওয়াচ টাওয়ার।

[আরও পড়ুন: ২৬/১১-র ধাঁচে নদীপথে জঙ্গি হামলা হতে পারে কলকাতায়! রুখতে গঙ্গায় নতুন জেটি পুলিশের]

  • বৃহস্পতিবার থেকে বিশেষ নাকা তল্লাশি।
  • শহরজুড়ে অন্তত ১০০টি গুরুত্বপূর্ণ জায়গায় বসবে পুলিশ পিকেট।
  • ২০টি বাইক পেট্রলিং, ১০টি পিসিআর ভ্যান। থাকবে উইনার্স টিম।
  • শহরের বিভিন্ন শপিং মল, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া-সহ বিভিন্ন বিনোদন পার্কগুলিতে মোতায়েন থাকবেন উইনার্সের সদস্যরা।
  • পানশালা, রেস্তরাঁয় বিশেষ নজরদারি।
  • শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে থাকবে কুইক রেসপন্স টিম।

গোটা দেশে চোখ রাঙাচ্ছে ‘ওমিক্রন’। দেশের মোট ২২টি রাজ্য করোনার নয়া স্ট্রেনের হানায় কার্যত জবুথবু। এই পরিস্থিতিতে সামান্য ঝুঁকি নিতে নারাজ রাজ্য প্রশাসন। ‘ওমিক্রনে’র বাড়বাড়ন্তে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আতঙ্ক নয়, বর্ষবরণের আনন্দে গা ভাসানোর আগে সতর্ক থাকার বার্তা বিশেষজ্ঞদের।

[আরও পড়ুন: চলতি বছরের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পাচ্ছেন ব্রাত্য বসু]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement