Advertisement
Advertisement

বিক্ষোভের আশঙ্কা, প্রধানমন্ত্রীর সফর ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা কলকাতায়

ভিআইপি রোডে প্রধানমন্ত্রীকে ঘিরে বিক্ষোভের দেখানোর আশঙ্কা।

Security beefed up in Kolkata ahead of PM Modi's visit

ফাইল ফটো

Published by: Monishankar Choudhury
  • Posted:January 10, 2020 9:53 am
  • Updated:January 10, 2020 10:05 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংশোধিত নাগরিকত্ব আইনের তীব্র বিরোধিতার আবহেই কলকাতা আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামিকাল বিকেল পাঁচটা নগদ দমদম বিমানবন্দরে পৌঁছবেন প্রধানমন্ত্রী। সন্ধ্যায় জলপথে মিলেনিয়াম পার্ক থেকে বেলুড় মঠে যেতে পারেন তিনি। তাই গঙ্গাবক্ষে নিরাপত্তায় কোনও রকম ফাঁকফোকর রাখা হচ্ছে না।

প্রশাসন সূত্রে খবর, প্রধানমন্ত্রীর নিরাপত্তার ভার থাকে স্পেশাল প্রোটেকশন গ্রুপ-এর (এসপিজি) হাতে। তারাই প্রধানমন্ত্রীর যাত্রাপথ ঠিক করে। সন্ধ্যার পরে আবহাওয়া যদি বিরূপ থাকে বা নিরাপত্তার অভাব মনে হয়, তা হলে প্রধানমন্ত্রীর যাত্রাপথ বদল করা হতে পারে। তবে এটাও ঠিক যে, সড়কপথে বেলুড়ে পৌঁছতে হলে ঘিঞ্জি রাস্তা দিয়ে যেতে হবে। সেটাও নিরাপত্তার দিক থেকে এসপিজি-র কাছে চিন্তার বিষয়। এদিকে, ভিআইপি রোডে প্রধানমন্ত্রীকে ঘিরে বিক্ষোভ ও কালো পতাকা দেখানোর আশঙ্কা রয়েছে। যেহেতু মোদি বিকেলে আসছেন, তাই বিমানবন্দর থেকে হেলিকপ্টারের বদলে সড়কপথেই শহরে পৌঁছবেন তিনি বলে মনে করা হচ্ছে।

Advertisement

জানা গিয়েছে, শনিবার বিকেল ৫টা নাগাদ বিবাদী বাগে ওল্ড কারেন্সি বিল্ডিংয়ে পুরাতত্ত্ব সর্বেক্ষণের একটি প্রদর্শনীর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তারপর মিলেনিয়াম পার্কে হাওড়া সেতুর ‘লাইট অ্যান্ড সাউন্ড’ বা আলোকধ্বনির সূচনা করবেন তিনি। সেখান থেকে নদীপথে বেলুড়ের উদ্দেশে রওনা দেবেন মোদি । নদীপথেই ফেরার পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রীর। রাতে রাজভবনে বিশ্রাম নিয়ে রবিবার বেলা ১১টা নাগাদ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি অনুষ্ঠান আছে তাঁর। তার পরে সড়কপথে বা রেসকোর্স থেকে হেলিকপ্টারে তিনি কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন।

[আরও পড়ুন: মোদির বাজেট বৈঠকে গরহাজির নির্মলা, সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন বিরোধীদের]

এদিকে, প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে আজ, শুক্রবার এসপিজির একটি দল কলকাতায় আসছে। প্রধানমন্ত্রীর গোটা সফরের যাত্রাপথ স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনায় বসতে পারেন তাঁরা। কলকাতা পুলিশের কর্তারা ছাড়াও বিধাননগর ও হাওড়া পুলিশের প্রতিনিধিরাও সেই বৈঠকে থাকবেন।সব মিলিয়ে, প্রধানমন্ত্রীর নিরাপত্তায় যাতে কোনও গলদ না থাকে সেটাই সুনিশ্চিত করবে এসপিজি।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement