সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ময়নার বিজেপি নেতা খুনে দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। রিপোর্ট দিতে হবে মৃতের পরিবার ও থানায়। এর পাশাপাশি মৃতের পরিবারের নিরাপত্তার কথা ভেবে ৪ সপ্তাহ বাড়িতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে আদালত।
ময়নার বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুইঞার মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল রাজ্য-রাজনীতি। পরিবার ও বিজেপির অভিযোগ ছিল খুন করা হয়েছে তাঁকে। মঙ্গলবারই বাবার মৃত্যুতে সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা করেন নিহত বিজেপি নেতার ছেলে। কেন্দ্রীয় সরকারের অধীনস্থ কোনও হাসপাতালে ময়নাতদন্তের আরজিও জানান তিনি। সেই মামলায় শুনানি ছিল বুধবার। এদিন আদালতে রাজ্যের তরফে জানানো হয়েছে, গুলিতেই মৃত্যু হয়েছে বিজয়কৃষ্ণ ভুইঞার। দু’পক্ষের মন্তব্য শোনার পর বিজেপি নেতার দ্বিতীয় ময়নাতদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি। সম্ভবত এদিন বিকেল ৪ টের মধ্যেই হবে ময়নাতদন্ত। পরিবারের তরফে ২ জন থাকতে পারবেন সেখানে। রিপোর্ট দিতে হবে থানা ও পরিবারকে।
খুনের ঘটনার পর থেকেই নিরাপত্তাহীনতায় ভুগছেন মৃতদের পরিবারের সদস্যরা। সেই দিক চিন্তা করে আগামী ৪ সপ্তাহ বিজয়কৃষ্ণ ভুইঞার পরিবারের জন্য কেন্দ্রীয় নিরাপত্তা মোতায়েনের নির্দেশ দিয়েছে আদালত। কোর্টের নির্দেশে খুশি পরিবার। অভিযুক্তদের কঠিনতম শাস্তির অপেক্ষায় তাঁরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.