Advertisement
Advertisement

Breaking News

ওভারহেড তার ছিঁড়ে বিপত্তি, শিয়ালদহ-বজবজ শাখায় বন্ধ ট্রেন চলাচল

বিপাকে যাত্রীরা৷

Sealdah-Buzbuz train service halted
Published by: Tanumoy Ghosal
  • Posted:November 5, 2018 1:52 pm
  • Updated:November 5, 2018 2:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কখনও লাইনে ফাটল, কখনও বোমা উদ্ধার, তো কখনও আবার ছিঁড়ে যাচ্ছে ওভারহেড তার৷ শিয়ালদহ দক্ষিণ শাখায় বারবারই ব্যাহত হচ্ছে ট্রেন চলাচল৷ ভোগান্তির শেষ নেই নিত্যযাত্রীদের৷ দক্ষিণ শাখার শিয়ালদহ-বজবজ শাখার সন্তোষপুর ও বেসব্রিজ স্টেশনের মাঝে ওভারহেড ছিঁড়েছে৷ সোমবার দুপুরে প্রায় ঘণ্টা দুয়েক ধরে বন্ধ ট্রেন চলাচল৷ শেষ খবর অনুযায়ী, এখনও পরিষেবা স্বাভাবিক হয়নি৷ কখন ফের ট্রেন চলাচল শুরু হবে, সে বিষয়ে রেলের তরফে কিছু জানানো হয়নি৷

[ফের শহরে অগ্নিকাণ্ডের আতঙ্ক, পার্ক স্ট্রিটের বহুতলে ভয়াবহ আগুন]

Advertisement

হাওড়া আর শিয়ালদহ৷ শহরের দুটি গুরুত্বপূর্ণ রেলস্টেশন৷ সিংহভাগ লোকাল ট্রেনই ছাড়ে শিয়ালদহ থেকে৷ বনগাঁ, হাসনাবাদ, শান্তিপুর, লক্ষ্মীকান্তপুর-সহ একাধিক রুট চলে লোকাল ট্রেন৷ নিত্যদিন এই লোকাল ট্রেনগুলিতে চেপেই কলকাতা যাতায়াত করেন বহু মানুষ৷ সকালে ও বিকেলে অফিস টাইমে ট্রেনে তিলধারণে জায়গা থাকে না৷ অন্য সময়ে এতটা ভিড় না হলেও, লোকাল ট্রেন ফাঁকাও যায় না৷ সোমবার দুপুরে আচমকাই শিয়ালদহ দক্ষিণ শাখার বজবজ রুটে সন্তোষপুর ও বেসব্রিজ স্টেশনের মাঝে ওভারহেডের তার ছিঁড়ে যায়৷ প্রায় সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল৷ শেষ খবর অনুযায়ী, প্রায় দু’ঘণ্টা পেরিয়ে গিয়েছে৷ এখনও শিয়ালদহ-বজবজ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি৷ কখন ফের ট্রেন চলবে, তাও নিশ্চিত করে বলতে পারছে না রেল৷ বিপাকে পড়েছেন যাত্রীরা৷ রবিবার সকালে রেললাইনে ফাটলের কারণে শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়৷ লক্ষ্মীকান্তপুর রুটের মথুরাপুর স্টেশনের কাছে লাইনে ফাটল দেখতে পান স্থানীয় বাসিন্দারা৷ বেলা দিকে আবার শিয়ালদহ ও পার্ক সার্কাস স্টেশনে মাঝে রেললাইনের ধার থেকে উদ্ধার হয় দেশি বোমা৷ যাত্রীদের নিরাপত্তা কথা ভেবে সাময়িকভাবে শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল বন্ধ রাখা হয়৷

[ নিরামিষ রান্নায় মিলল মাংসের হাড়, বিতর্কে শহরের রেস্তরাঁ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement