সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সপ্তাহের শেষদিনে ফের শিয়ালদহ-বজবজ শাখায় ট্রেন চলাচল বন্ধ হতে চলেছে। সোমবার দিনভর বন্ধ থাকবে পরিষেবা। মঙ্গলবার ভোর থেকে আবার শিয়ালদহ থেকে বজবজ পর্যন্ত স্বাভাবিক নিয়মেই চলবে লোকাল ট্রেন। রেলের তরফে জানানো হয়েছে, মাঝেরহাট সেতুর অবশিষ্টাংশ ভেঙে ফেলার জন্য রবিবার বিকেল পাঁচটা থেকে মঙ্গলবার ভোর পাঁচটা পর্যন্ত শিয়ালদহ-বজবজ শাখায় প্রায় ৩৬ ঘণ্টা বন্ধ থাকবে লোকাল ট্রেন। তবে যাত্রীদের ভোগান্তি কমাতে নিউ আলিপুর থেকে শিয়ালদহ পর্যন্ত ট্রেন চলবে। আবার ব্রেসবিজ থেকে বজবজ পর্যন্ত চালানো হবে কয়েকটি ডিজেল চালিত ট্রেন। বন্ধ থাকবে মাঝেরহাট হয়ে বালিগঞ্জের দিকে চক্ররেলও।
[ ফুটপাথের হকারদের জন্য এবার আসছে চাকা লাগানো নীল-সাদা স্টল]
মাঝেরহাট সেতু ভেঙে পড়ার পর যেমন সড়কপথে যাতায়াতে অনেক বেশি সময় লাগছে, তেমনি আবার বারবারই ব্যাহত হচ্ছে শিয়ালদহ-বজবজ শাখায় ট্রেন চলাচলও। পুরনো সেতুটি ভেঙে ফেলে মাঝেরহাটে নয়া সেতু তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। জানা গিয়েছে, দুই ধাপে সেতুর মিডস্প্যান গার্ডার ভেঙে ফেলার পরিকল্পনা করা হয়েছে। চলতি মাসের শুরুতে শেষ হয়েছে প্রথম দফার কাজ। তখন ৪০ ঘণ্টা বন্ধ রাখতে হয়েছিল শিয়ালদহ-বজবজ শাখায় ট্রেন চলাচল। ররিবার বিকেল থেকে শুরু হবে দ্বিতীয় দফার কাজ এবং যথারীতি মাঝেরহাট স্টেশনের এক, দুই ও তিন নম্বর লাইন দিয়ে ট্রেন চলবে না। রবিবার ছুটির দিন হওয়ায় হয়তো তেমন সমস্যা হবে না। কিন্তু সোমবার যাত্রীদের ভোগান্তিতে পড়তে হবে। রেলের তরফে জানানো হয়েছে, শিয়ালদহ বজবজ শাখায় তিনটি আপ, দু’টি ডাউন ট্রেন ছাড়াও সাত জোড়া লোকাল ও এক জোড়া নৈহাটি থেকে বজবজ লোকাল নিউ আলিপুর স্টেশন পর্যন্ত চলাচল করবে। শিয়ালদহ থেকে নিউ আলিপুর স্টেশন পর্যন্ত ১৯ জোড়া ট্রেন চলাচল করবে। আবার ব্রেসবিজ থেকে বজবজ পর্যন্ত কয়েকটি ডিজেল চালিত ট্রেনও চালানো হবে।
[ আগুন নেভাতে রোবট কিনছে কলকাতা পুরসভা]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.