Advertisement
Advertisement
CBI Pak Citizens

ভারতীয় সেনায় পাক নাগরিক নিয়োগে আমলা যোগ, আদালতে বিস্ফোরক সিবিআই

উত্তর ২৪ পরগনায় এমন ঘটনার হদিশ পেয়েছে সিবিআই।

SDO officer allegedly provided fake certificate to Pak citizens for recruitment in Indian Army, says CBI | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:August 2, 2023 2:59 pm
  • Updated:August 2, 2023 2:59 pm

গোবিন্দ রায়: ভারতীয় সেনায় (Indian Army) পাক নাগরিকদের নিয়োগ করার তদন্তে বিস্ফোরক রিপোর্ট পেশ করল সিবিআই (CBI)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার রিপোর্টে বলা হয়েছে, জাল নথি দিয়ে উত্তরপূর্ব ভারত-সহ অন্য রাজ্য থেকে সেনাবাহিনীতে নিয়োগ হচ্ছে। এসডিও আধিকারিকরা পাক নাগরিকদের হাতে ভুয়ো সার্টিফিকেট তুলে দিচ্ছেন বলেই জানিয়েছে সিবিআই। আপাতত আধাসামরিক বাহিনীতে এমন নিয়োগের প্রমাণ পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রসঙ্গত সোমবারই কলকাতা হাই কোর্ট (Calcutta High Court) নির্দেশ দিয়েছিল, পাক নাগরিকদের নিয়োগের অভিযোগে তদন্ত শুরু করুক সিবিআই। সেই সঙ্গে এফআইআর দায়েরের অনুমতিও দেওয়া হয়েছে সংস্থাকে। 

দু’দিনের মাথায় তদন্তের প্রাথমিক রিপোর্ট পেশ করেছে সিবিআই। সেখানেই বলা হয়েছে, পাক নাগরিকদের হাতে ভুয়ো ওবিসি সার্টিফিকেট তুলে দিয়েছেন এসডিও আধিকারিক। এছাড়াও পাক নাগরিকদের হাতে পৌঁছেছে ভুয়ো ডমিসাইল সার্টিফিকেট। আপাতত উত্তর  পরগনায় এই ভুয়ো নথির প্রমাণ মিলেছে। তদন্তকারীদের মতে, সর্বভারতীয় ক্ষেত্রে এমনকি আন্তর্জাতিক ক্ষেত্রে এই অভিযোগের গুরুতর ভূমিকা আছে।

Advertisement

[আরও পড়ুন: মূল অভিযুক্তদের সঙ্গে যোগ! তিলজলা ব্যবসায়ী অপহরণ কাণ্ডে সাসপেন্ড STF-এর এসআই]

গত সোমবারই প্রাথমিক অনুসন্ধানের রিপোর্ট পেশ করে সিবিআই। সেখানেই বলা হয়েছিল, পাক নাগরিকদের ভারতীয় সেনায় নিয়োগের নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে কেন্দ্রীয় সরকারি আধিকারিকদের। তদন্তে নেমেই উত্তর ২৪ পরগনা থেকে এসডিও আধিকারিকের বিষয়ে তথ্য এসেছে সিবিআইয়ের হাতে। তবে অনুমতি থাকা সত্ত্বেও এই মামলায় এখনও পর্যন্ত কোনও এফআইআর দায়ের করেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে আধা সামরিক বাহিনীতে ভুয়ো নিয়োগ হলেও সেনাবাহিনীর ক্ষেত্রে এমন ঘটনার প্রমাণ মেলেনি বলেই জানিয়েছে সিবিআই। 

প্রসঙ্গত, বারাকপুরের ক্যাম্পে ভারতীয় সেনাবাহিনীতে কাজ করছেন দুই পাকিস্তানি নাগরিক-এই অভিযোগ তুলে মামলা দায়ের হয় কলকাতা হাই কোর্টে। বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশে সিআইডি ও সিবিআই ঘটনার তদন্ত শুরু করে।   

[আরও পড়ুন: শুভেন্দু সভাপতি, বিরোধী দলনেতা শংকর! বাংলায় নয়া ফর্মুলার ভাবনা কেন্দ্রীয় বিজেপির]

 

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement