কলহার মুখোপাধ্যায়, বিধাননগর: বিমানের পেটের ভিতরে জিনিসপত্র পুরে দেশ-বিদেশ পাড়ি দেন মানুষ। কিন্তু চাকায় ভর দিয়ে রাস্তায় চলা ট্রাকের পেটে আস্ত একটা বিমান ঢুকে রয়েছে, এমন চিত্র সচরাচর চোখে পড়ে না। আর পড়লে চমকে ওঠাই স্বাভাবিক। সেটাই হল শুক্রবার মাঝরাতে।
একটি ট্রাকে চেপে একটি বিমান রওনা দিয়েছিল যশোর রোড ধরে। এয়ার ইন্ডিয়ার বিমান ছিল সেটি। ডাক বিভাগের ভারতীয় ছাপ দেওয়া রয়েছে তাতে। সেটি পেটে পুরে চলার মতো পেল্লাই একটি ট্রাকটি চলছিল রাস্তা ধরে। যার জেরে মোটামুটি বাকি সব যানবাহনের নাভিশ্বাস ওঠার জোগাড়। বিপত্তি আরও বাড়ল রাস্তা পেরোতে গিয়ে ট্রাকটি যখন ডিভাইডারে ফেঁসে যায়। না পারে পেছতে না পারে এগোতে। একেবারে ত্রিশঙ্কু অবস্থা। আর দুটি লেনই আটকে যাওয়ায় মাধরাতেই যানজট তৈরি হয় যশোর রোডে। হিমশিম দশা পুলিশেরও।
এরপর পরিত্রাতা হিসাবে বিমানবন্দর থেকে দুটি ক্রেন নিয়ে আসা হয়। সেটি দিয়ে চাগিয়ে ট্রাকটির পিছনের ভাগ তুলে একটু একটু করে ঘোরানো হয়। কোনওক্রমে সেটিকে এনে ফেলা হয় বিমানবন্দরগামী রাস্তায়। তারপর বিমানবন্দরের দিকে রওনা দেয় ট্রাক। মোটামুটি ঘণ্টা তিনেক সময় ধরে এই কসরত চলে। যার জেরে লম্বা জ্যামজট মাঝরাতে। বিমানটি ভারতীয় ডাক বিভাগের বলে বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে। সেটি এয়ার ইন্ডিয়ার বোয়িং। অনেকদিন আগেই বাতিল করা হয়েছিল সেটিকে। একটি বেসরকারি সংস্থাকে বিমানটি বিক্রি করা হয়েছিল। এদিনই হ্যাঙার থেকে নামিয়ে সেটিকে ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছিল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.