Advertisement
Advertisement

Breaking News

গরম

ফণী পরবর্তী শহরে ফের ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ, গরমে অসুস্থ হয়ে মৃত ১

দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই৷

Scorching sun leaves one dead at Ultadanga in Kolkata
Published by: Sayani Sen
  • Posted:May 7, 2019 3:15 pm
  • Updated:May 7, 2019 3:17 pm  

অর্ণব আইচ: ক্রমশই চড়ছে তাপমাত্রার পারদ ইতিমধ্যেই শহরে গরমে অসুস্থ হয়ে মৃত্যু হল একজনের৷ মঙ্গলবার সকালে উল্টোডাঙা ফুটব্রিজের কাছে পথচলতি একজন অজ্ঞান হয়ে যান৷ জানা গিয়েছে, মাধব মণ্ডল নামে ওই ব্যক্তি দক্ষিণ ২৪ পরগনার পূর্ব কালিকাপুরের বাসিন্দা৷ অসুস্থ অবস্থায় তাঁকে ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ চিকিৎসকরা জানান, প্রবল দাবদাহেই মারা গিয়েছেন তিনি৷

[ আরও পড়ুন: সুরের সিঁড়ি বেয়ে বাধার বেড়া পার, সিবিএসই দশমে নজিরবিহীন সাফল্য অটিস্টিক কৃতীমানের]

মরশুমের শুরু থেকেই দাপটের সঙ্গে ব্যাটিং করছে গ্রীষ্ম৷ ক্রমশই চড়ছে তাপমাত্রার পারদ৷ ইতিমধ্যেই তা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি পেরিয়ে গিয়েছে৷ সোমবারই ছিল মরশুমের উষ্ণতম দিন৷ তার পরের দিনেও আবহাওয়ার পরিস্থিতি একই রকম৷ সকাল থেকেই চড়া রোদ৷ বাতাসের আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় গলদঘর্ম অবস্থা আমজনতার৷ যদিও আবহাওয়াবিদদের পূর্বাভাস স্বস্তি দিতে পারছে না রাজ্যবাসীকে৷ আবহাওয়ার চোখরাঙানিকে এখনই তুড়ি মেরে ওড়াতে পারবেন না দক্ষিণবঙ্গবাসী৷ কারণ, আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর এখনই বৃষ্টির কোনও সম্ভাবনা নেই৷ তবে উত্তরবঙ্গবাসী তুলনামূলকভাবে আরামেই রয়েছেন৷ তাপমাত্রার পারদ সেভাবে চড়ছে না৷ আবার কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে৷ চলতি বছর বর্ষা এ রাজ্যে প্রবেশ করতে দেরি হতে পারে বলেই পূর্বাভাস হাওয়া অফিসের৷

Advertisement

[ আরও পড়ুন: ভোটের দিন শহরে নজরদারি চালিয়ে উদ্ধার ৩০ লক্ষ টাকা]

গত শুক্রবার ওড়িশা উপকূলে আছড়ে পড়েছিল প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় ফণী৷ প্রায় ২০০ কিলোমিটার বেগের ঝোড়ো হাওয়ার দাপট এবং প্রচণ্ড বৃষ্টিতে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে ওড়িশার ১১টি জেলা৷ প্রাণ হারিয়েছেন তিরিশেরও বেশি মানুষ৷ শক্তি হারিয়ে বাংলার উপকূলবর্তী কয়েকটি জেলাকে ছুঁয়ে বাংলাদেশের দিকে চলে গিয়েছিল ঘূর্ণিঝড়৷ তার জেরে শুক্রবার প্রায় চব্বিশ ঘণ্টা বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজেছিল এ রাজ্যের বিভিন্ন প্রান্ত৷ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার প্রভাবে তাপমাত্রার পারদও নামে৷ তবে বেশিদিন মনোরম আবহাওয়ার সুখ নিতে পারলেন না আপামর বঙ্গবাসী৷ ফণীর প্রভাব কাটতে না কাটতেই শনিবার থেকে গরমে পুড়ছে বাংলা৷ বাড়ছে তাপমাত্রা৷ হাসফাস অবস্থা সকলেরই৷ তারই  মধ্যে মৃত্যুর খবর বাড়াচ্ছে চিন্তা৷ পথেঘাটে তাপ থেকে নিজেদের সুরক্ষিত রাখার ব্যবস্থা করে, তবেই বেরোনোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement