দীপালি সেন: ২০২৪ সালের উচ্চমাধ্যমিকের প্র্যাকটিক্যাল পরীক্ষা ও প্রজেক্টে পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর জমা করতে হবে অনলাইনে। অধীনস্থ স্কুলগুলিকে এমনই নির্দেশ দিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এবারই প্রথমবার এই পদ্ধতিতে নম্বর জমা নেওয়া হবে। বুধবার সংসদের তরফে প্র্যাকটিক্যাল পরীক্ষা ও প্রজেক্ট সংক্রান্ত নির্দেশাবলীতে একথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “এবছর প্র্যাকটিক্যাল ও প্রজেক্টের নম্বর জমা দেওয়ার পদ্ধতি সম্পূর্ণ আলাদা। স্কুলগুলিকে অনলাইনেই এই নম্বর জমা করতে হবে। এর জন্য সংসদের ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে নম্বর জমা করতে হবে।” যেহেতু প্রথমবার এই পদ্ধতিতে নম্বর জমা করতে হবে, তাই এই সংক্রান্ত বিস্তারিত গাইডলাইনও প্রকাশ করা হয়েছে।
সংসদের নির্দেশ অনুযায়ী, স্কুলগুলিকে উচ্চমাধ্যমিকের প্র্যাকটিক্যাল পরীক্ষা নিতে হবে এ বছর ১ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে। তার জন্য ২৯ নভেম্বর স্কুলগুলিকে প্র্যাকটিক্যালের প্রশ্নপত্র ও সাদা উত্তরপত্র দেওয়া হবে পূর্ব নির্ধারিত বিতরণকেন্দ্রগুলি থেকে। কিভাবে পরীক্ষা পরিচালনা করতে হবে তাও জানিয়ে দেওয়া হয়েছে সংসদের তরফে। ৪ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর অনলাইনে জমা করতে হবে স্কুলগুলিকে। আগের মতো মার্কস ফয়েল-এর কোনও হার্ড কপি সংসদের আঞ্চলিক দপ্তরে জমা করতে হবে বলেই জানানো হয়েছে। তবে, অনলাইনে নম্বর জমা করার ক্ষেত্রে চূড়ান্ত সতর্কতা অবলম্বন করার নির্দেশ দিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
প্রসঙ্গত, এর আগে অনলাইনেই একাদশ শ্রেণির রেজিস্ট্রেশন চালু করেছিল সংসদ। স্কুলগুলির স্বীকৃতির পুনর্বীকরণ, নতুন বিষয় চালু করার, পুরনো বিষয়গুলি রাখা, কো-এড করার অনুমতি, ভাষা মাধ্যমের পরিবর্তন বা সংযোজন, নির্ধারিত আসনের অতিরিক্ত পড়ুয়া ভর্তি, স্কুলের নাম ও ঠিকানা বদল, পদবী রূপান্তর-এই ধরনের শিক্ষা সংক্রান্ত বিষয় আবেদন জানানোর জন্য চালু করা হয়েছে অনলাইন পোর্টাল। এবার অনলাইনে পরীক্ষার নম্বর জমা নেওয়া চালু করছে সংসদ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.