Advertisement
Advertisement

পুলকারে ছাত্রীর যৌন হেনস্তা, গ্রেপ্তার চালক

আতঙ্কে নার্সারির পড়ুয়া।

School kid molested by taxi driver in Kolkata

ছবি: প্রতীকী।

Published by: Sayani Sen
  • Posted:August 25, 2018 9:46 am
  • Updated:August 25, 2018 9:46 am  

অর্ণব আইচ: বাড়ি ফিরেই ফুঁপিয়ে কাঁদছিল একরত্তি মেয়েটি। প্রথমে মাকে কিছুই বলতে পারছিল না কী হয়েছে। ক্রমে সাড়ে তিন বছরের শিশুটিকে জিজ্ঞাসা করতে থাকেন মা। শিশুটি শেষ পর্যন্ত বলে, পুলকারের ‘ড্রাইভার কাকু’  তার সঙ্গে ‘দুষ্টুমি’ করেছে। সেই ‘কাকু’ সম্পর্কে জিজ্ঞাসা করতে গেলেই চোখেমুখে আতঙ্ক ফুটে ওঠে নার্সারির ছাত্রীটির। শেষ পর্যন্ত অভিভাবকদের আর বুঝতে বাকি থাকে না যে, পুলকারের মধ্যেই যৌন হেনস্তার শিকার হয়েছে ছাত্রীটি। অভিভাবকরা এই বিষয়ে আমহার্স্ট স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ পকসো আইনে মামলা শুরু করেছে। অভিযোগের ভিত্তিতে দেবাশিস ঘোষ নামে ওই পুলকার চালককে পুলিশ গ্রেপ্তার করেছে।

[শিয়ালদহে ‘কোড’ নম্বরেই বেরিয়ে যাচ্ছে বুকিংহীন পণ্য, রেলমন্ত্রীকে টুইট যাত্রীদের]

পুলিশ জানিয়েছে, শিশুটি দক্ষিণ কলকাতার স্কুল থেকে পুলকার করেই বাড়িতে আসে। বেশ কয়েক মাস ধরেই আসছে সে। কিন্তু বৃহস্পতিবার বাড়িতে ফেরার পরই কান্নাকাটি শুরু করে শিশুটি। অভিভাবকরা তাকে কান্নার কারণ জিজ্ঞাসা করেন। মুখে বিশেষ কিছুই বলতে পারছিল না শিশুটি। কিন্তু তার চোখেমুখে ছিল আতঙ্কের ছাপ। তাতেই অভিভাবকদের সন্দেহ হয়। তাঁরা স্কুলে কিছু হয়েছে কি না, সেই সম্পর্কেও জিজ্ঞাসা করেন। শিশুটি বলে, পুলকারের ‘ড্রাইভার কাকু’ তার সঙ্গে ‘দুষ্টুমি’ করেছে। অন্য বাচ্চাদের বাড়িতে পৌঁছে দেওয়ার পর ওই শিশুটিকে বাড়িতে পৌঁছে দেওয়ার আগেই রাস্তায় গাড়ি দাঁড় করায় পুলকার চালক। শিশুটি তার পাশেই বসেছিল। সেই সুযোগে কোলে বসিয়ে তার যৌন হেনস্তা করে সে। অভিযোগ,  এরপর ঘটনাটি যাতে বাইরে প্রকাশ না পায়, তার জন্য চালক তাকে হুমকিও দেয়। এর পরই শিশুটি ভয় পেয়ে যায়। বৃহস্পতিবারই শিশুটিকে ডাক্তারের কাছে নিয়ে যান। এর পর তাঁরা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। শিশুটির মেডিক্যাল পরীক্ষাও করানো হয়। এদিন ওই চালক গাড়ি নিয়ে বের হওয়ার পরই তাকে পুলিশ গ্রেপ্তার করে। পুলিশের এক কর্তা জানান, বাড়ি আসার পথে কোথায় ঘটনাটি ঘটেছে, তা বড় নয়। অভিভাবকরা যে থানায় অভিযোগ দায়ের করেছেন, সেই থানার আধিকারিকরা একটুও সময় নষ্ট না করে তদন্ত শুরু করেন। কোথায় ঘটনাটি ঘটেছে, তা জানার জন্য চালককে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হবে। শিশুটির সঙ্গেও প্রয়োজনে কথা বলা হবে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

[বিদেশি উপহারের টোপ, মহিলাকে ১৮ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৪]

কয়েকমাস আগেই দক্ষিণ কলকাতার একটি স্কুলের ভিতর একটি চার বছরের শিশুকন্যার যৌন হেনস্তাকে ঘিরে তোলপাড় হয় শহর। তারপরও টালিগঞ্জ এলাকার একটি স্কুলের ভিতরও এক ছাত্রীর যৌন হেনস্তার অভিযোগ ওঠে। এদিকে, এর আগেও লেক অঞ্চলে একটি স্কুলবাসের খালাসির বিরুদ্ধে এক শিশুকন্যাকে যৌন হেনস্তার অভিযোগ উঠেছিল। পুলকারের ভিতর নাবালিকা ছাত্রীর যৌন হেনস্তার অভিযোগও উঠেছিল আগে। ফের শহরে এই ঘটনাটি যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement