Advertisement
Advertisement
Hindu School

হিন্দু স্কুলের সরস্বতী পুজোয় ক্যানভাসে মাইকেল মধুসূদন দত্ত, ছাত্রদের তুলিতে মধুকবির জীবন আখ্যান

পুজো পরিকল্পনা, সব কিছু আয়োজনের দায়িত্বে রয়েছে একাদশের ছাত্ররা।

Saraswati puja at Hindu School | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:January 24, 2023 3:51 pm
  • Updated:January 24, 2023 3:52 pm

সংবাদ প্রতিদিন আয়োজিত ‘সরস্বতীর সেরা স্কুল’ প্রতিযোগিতায় অংশগ্রহণ হিন্দু স্কুলের। এবছরের কীভাবে চলছে পুজোর প্রস্তুতি? জানালেন প্রধান শিক্ষক শুভ্রজিৎ দত্ত।

হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর স্মৃতিবিজড়িত হিন্দু স্কুলের কৃতী ছাত্র ছিলেন মাইকেল মধুসূদন দত্ত। এ বছর ২৫ জানুয়ারি তাঁর দ্বি-শত জন্মবার্ষিকী। তাই সাধারণতন্ত্র দিবসের সকালে অর্থাৎ শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী বন্দনায় স্কুলের ছাত্ররা থিম হিসাবে বেছে নিয়েছে মধুকবিকেই। সরস্বতীর বরপুত্র মাইকেলের পূর্ণাবয়ব প্রতিকৃতি, জীবন আলেখ‌্য, জীবনকৃতি ফুটে উঠেছে ছাত্রদের ক‌্যানভাসে। পুজো পরিকল্পনা, সব কিছু আয়োজনের দায়িত্বে রয়েছে একাদশের ছাত্ররা। তাদের মধ্যে থেকেই কয়েকজন রয়েছে ক‌্যানভাস রাঙানোর দায়িত্বে। কৈশোরে পা রাখা এই গুটিকয়েক ছাত্রের তুলির জাদুতে প্রাণপ্রতিষ্ঠা হয়ে গিয়েছে মাইকেলের। মধুকবি রচিত ‘মেঘনাদ বধ কাব‌্য’, ‘শর্মিষ্ঠা’ নাটকের দৃশ‌্য, তাঁর বিভিন্ন লেখার কোলাজ, জীবনের স্মরণীয় মুহূর্ত, বিদ‌্যাসাগরের সঙ্গে সখ‌্য ইত‌্যাদি বিষয়গুলি ধরা পড়েছে বিশাল ক‌্যানভাসে। নিজের ছাত্র বলে অত্যুক্তি করব না। সত্যি বড় ভাল এঁকেছে ছেলেপুলেগুলো। মৃন্ময়ী মূর্তির অধিষ্ঠানস্থলের চারপাশে এই ক‌্যানভাসগুলি সাজানো হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: শহরে হুক্কা বার বন্ধ কেন? প্রশ্ন তুলে সরকারি নিষেধাজ্ঞা খারিজ ক্ষুব্ধ বিচারপতি মান্থার]

এছাড়া হিন্দু স্কুলের সঙ্গে যৌথ উদ্য়োগে পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি সরস্বতী পুজো অবধি পাঁচদিন ব‌্যাপী মধুসূদনকে নিয়ে বিশেষ প্রদর্শনী করছে। সেখানেও মাইকেলের জীবন আলেখ‌্য ও জীবনকৃতি উল্লেখ করা হয়েছে।

সরস্বতীর বন্দনাকে ঘিরে প্রতি বছর এই সময় তিনদিন স্কুলের ভিতর বিজ্ঞান প্রদর্শনী চলে। সরস্বতী যেমন শিল্পের দেবী তেমনই জ্ঞানদায়িনীও। তাই হিন্দু স্কুলের বাণীবন্দনায় ছাত্ররা শিল্প-সংস্কৃতির পাশাপাশি বিজ্ঞান চর্চারও সুযোগ পায়। ঐতিহ‌্যবাহী এই স্কুলের পুজো দেখতে এই ক’দিন বহু মানুষের পদধূলি পড়ে এখানে। তঁারা দেবীদর্শনের সঙ্গে বিজ্ঞান প্রদর্শনীও দেখতে পান। সংবাদ প্রতিদিন আয়োজিত ‘সরস্বতীর সেরা স্কুল’ প্রতিযোগিতায় এবারও আমাদের স্কুল অংশগ্রহণ করেছে। শর্ট ভিডিও কনটেস্ট নিয়েও উৎসাহী অনেকে।

সরস্বতী পুজোয় কলেজ স্ট্রিটে এসেছেন কোনওদিন? হিন্দু স্কুল, হেয়ার স্কুল, সংস্কৃত কলেজ, সংস্কৃত কলেজিয়েট স্কুল, প্রেসিডেন্সি বিশ্ববিদ‌্যালয়, কলকাতা বিশ্ববিদ‌্যালয় চত্বর এদিন বাংলার ভ‌্যালেন্টাইন ডে পালনের রাজপথ হয়ে ওঠে। রঙিন সাজে কিশোর-কিশোরী, তরুণ-তরুণীদের ফুরফুরে মেজাজ যেন বসন্তের হাওয়াকে আরও উদ্বেল করে তোলে।

[আরও পড়ুন: SSC Scam: কুন্তলরাই তৃণমূলের সম্পদ! ফের দিলীপ ঘোষের নিশানায় শাসকদল]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement