Advertisement
Advertisement

Breaking News

সারদা কাণ্ডে ফের পি চিদাম্বরমের স্ত্রীকে তলব ইডির

তদন্তে সহায়ক হবে বলেই মনে করছে ইডি৷

Saradha scam: ED summons P Chidambaram’s wife
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 18, 2018 3:59 pm
  • Updated:June 18, 2018 3:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  সারদা কাণ্ডে ফের প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরমের স্ত্রী আইনজীবী নলিনী চিদাম্বরমকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি৷ এই নিয়ে তৃতীয়বার তাঁকে ডেকে পাঠানো হয়েছে৷ ইডি সূত্রে খবর, আগামী বুধবার সকাল ১১টার মধ্যে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে চিদাম্বরম পত্নীকে৷ আরও আগেও দু’বার জেরার জন্য ইডির দপ্তরে হাজির হতে বলা হয়৷ কিন্তু, ইডিকে ফ্যাক্স করেন নলিনী চিদাম্বরম জানান, তিনি আসতে পারবেন না৷ উলটে, সমন পাঠানোর বিরুদ্ধে ইডির বিরুদ্ধে আদালতে মামলাও দায়ের করেন নলিনী চিদাম্বরম৷ ইডি সূত্রে খবর, এবার যদি আইনজীবী নলিনী চিদাম্বরম হাজিরা এড়িয়ে যান, তাহলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে৷ যদিও, এবার হাজিরা পর্ব আইনজীবী নলিনীদেবী এড়িয়ে যাবেন কি না তা এখনও কিছুই জানা যায়নি৷ এবার আগে কলকাতায় এসে তাঁর পক্ষে জেরায় অংশ নেওয়া সম্ভব নয় বলে ফ্যাক্স করে জানিয়েছেন তিনি৷

[বিল নিয়ে বেসরকারি হাসপাতালে চূড়ান্ত হেনস্তা, স্বাধীনতা সংগ্রামীর মৃত্যু]

২০১৬ সালের আগস্ট মাসে সারদা কাণ্ডে ইডির সমন পেয়েছিলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরমের স্ত্রী নলিনী চিদাম্বরম৷ সারদা কেলেঙ্কারিতে চিদাম্বরমের স্ত্রীর নাম প্রথম উঠে আসে সারদা মালিক সুদীপ্ত সেনের এক চিঠিতে৷ ২০১৩ সালে সিবিআইয়ের কাছে এ চিঠি পাঠিয়েই কাশ্মীরে গা ঢাকা দিয়েছিলেন সারদাকর্তা৷ সারদা তদন্তে পেশ করা সিবিআইয়ের ষষ্ঠ সাপ্লিমেন্টারি চার্জশিটেও তাঁর নাম উল্লেখ ছিল৷ সুদীপ্ত সেনের চিঠিতে, স্পষ্টই জানানো ছিল, সারদার অ্যাকাউন্ট থেকে তাঁকেও টাকা দেওয়া হয়৷ কমপক্ষে দুই কোটি টাকা নেওয়ার অভিযোগ রয়েছে তাঁরা বিরুদ্ধে৷

Advertisement
[বিজোড় বাস ভাড়ার মহিমায় বাজারে ফের কদর বাড়ল ১ টাকার কয়েনের]

মূলত, ইডি নলীনিকে জেরা করে কী কারণে তিনি ওই পরিমাণ অর্থ নিয়েছিলেন, তা জানতে চাইছে৷ তদন্তে নেমে ইডি নলিনী চিদাম্বরমের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইলস ও সারদার তথ্যে বেশ গরমিল পান তদন্তকারী আধিকারিকরা৷ যে পরিমাণ টিডিএস কাটা হয়েছিল সারদার তরফে, তাতে তাঁকে দেওয়া সারদার টাকার অংক কোটিতে৷ যদিও তাঁর ব্যাংক অ্যাকাউন্ট কয়েক লক্ষ টাকার হদিশ পেয়েছিল ইডি৷ অভিযোগ, সারদার একটি টিভি চ্যানেল কেনার সময় ১ কোটি টাকার বিনিময়ে মধ্যস্ততা করেন নলিনী৷ তাঁর অ্যাকাউন্টে লেনদেনেও কিছু গলদ নজরে এসেছিল ইডির৷ এছাড়া এমন কিছু তথ্য হয়তো তাঁর কাছে আছে, যা তদন্তে সহায়ক হবে বলেই মনে করছে ইডি৷ তা খতিয়ে দেখতেই তাঁকে তলব করা হয়েছে বলে ইডি সূত্রে খবর৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement