Advertisement
Advertisement

Breaking News

সারদা মামলায় তৎপর সিবিআই, শুভাপ্রসন্ন-শিবাজি পাঁজাকে তলব

৪ জুলাই শুভাপ্রসন্নকে সিজিও কমপ্লেক্সে নথি-সহ দেখা করার নির্দেশ সিবিআইয়ের৷

Saradha scam: CBI summons artist Subhaprasanna
Published by: Sucheta Sengupta
  • Posted:July 2, 2019 11:26 am
  • Updated:July 2, 2019 11:57 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের সারদা কেলেঙ্কারির জট কাটাতে সক্রিয় হল সিবিআই৷ সারদাকাণ্ডে চিত্রশিল্পী শুভাপ্রসন্নকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারীর সংস্থা৷ একই ঘটনায় প্রোডিউসার শিবাজি পাঁজাকেও সমন পাঠানো হয়েছে৷ চলতি সপ্তাহের মধ্যেই তাঁদের হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন সিবিআই আধিকারিকরা৷ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে দু’জনকে নথি-সহ ডেকে পাঠানো হয়েছে৷

[আরও পড়ুন: চাষিদের জন্য সর্পরোধক মোজা, অ্যান্টিভেনাম তৈরিতে বাড়তি গুরুত্ব মুখ্যমন্ত্রীর]

সারদা চিটফান্ড মামলায় একে একে রাজ্যের বহু প্রভাবশালী নেতৃত্বের নাম উঠে এসেছে৷ সংস্থার অধিকর্তা সুদীপ্ত সেন এবং তাঁর ডেপুটি দেবযানি মুখোপাধ্যায়কে নিজেদের হেফাজতে নিয়ে অন্যান্যদের খোঁজ করতে গিয়ে বেশ কয়েকজন রাঘববোয়ালের নাম হাতে এসেছে সিবিআইয়ের৷ তৃণমূলের কয়েকজন নেতা, মন্ত্রী ছাড়াও নাম জড়িয়েছে রাজ্যের বিশিষ্টজনদের৷ তাঁদেরই মধ্যে একজন তৃণমূল ঘনিষ্ট চিত্রশিল্পী শুভাপ্রসন্ন৷ সারদার টাকা ব্যবহার করে একটি সংবাদমাধ্যম খুলেছিলেন তিনি, এমনটাই অভিযোগ৷ এছাড়া আরও অভিযোগ, কোটি টাকা দিয়ে তিনি নিজের ছবি বিক্রি করেছিলেন সারদা কর্তা সুদীপ্ত সেনকে৷ এনিয়ে আগেও বিস্তর চর্চা হয়েছে বঙ্গের রাজনৈতিক মহলে৷ বহু সমালোচনা করেছেন অনেক শিল্পীই৷ সেসবের তদন্ত আরও বিস্তারিতভাবে করতেই শুভাপ্রসন্নকে তলব করা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর৷ আগামী ৪ জুলাই তাঁকে সমস্ত নথি-সহ সিবিআই দপ্তরে তলব করা হয়েছে৷

Advertisement

আরেকদিকে, চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত আরেক প্রভাবশালী ব্যক্তি শিবাজি পাঁজাকেও একই কেলেঙ্কারিতে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ অভিযোগ, শিবাজি নিজের ছবি তৈরির জন্য মোটা অঙ্কের টাকা নিয়েছে সারদাকর্তা সুদীপ্ত সেনের কাছে৷ সেই হিসেবনিকেশ বুঝতে তাঁকেও তলব করা হয়েছে৷ এই সপ্তাহের মধ্যেই তাঁকে সিজিও কমপ্লেক্সে যাওয়ার নির্দেশ পাঠিয়েছেন সিবিআই আধিকারিকরা৷

[আরও পড়ুন: তৎপর পুলিশ, অসমের চা বাগানের নিখোঁজ ছেলের সন্ধান মিলল কলকাতায়]

সারদা, রোজভ্যালি-সহ একাধিক চিটফান্ড কেলেঙ্কারিতে সিবিআই-এর এই সক্রিয়তা নিয়ে রাজনৈতিক মহলে উঠছে একাধিক প্রশ্ন৷ রাজ্যের শাসকদলের অভিযোগ, কেন্দ্রে ফের বিজেপি ক্ষমতায় ফেরার পর বিরোধী দলগুলিকে চাপে ফেলতে ফের কেলেঙ্কারির জট কাটানোর জন্য ঘুঁটি সাজাচ্ছে৷ যদিও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, দীর্ঘদিনের চিটফান্ড মামলাগুলির জাল দ্রুত গোটাতেই তাঁদের এই সক্রিয়তা৷    

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement