গোবিন্দ রায়: ইডির (Enforcement Directorate) বিরুদ্ধে হেনস্তার অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ আইনজীবী সঞ্জয় বসু। চাইলেন রক্ষাকবচও। মঙ্গলবার তাঁকে মামলা দায়েরের অনুমতি দিয়েছে আদালত। আগামিকাল জরুরি ভিত্তিতে রাজ্য সরকারের প্য়ানেলভুক্ত আইনজীবীর আবেদনের শুনানি।
ভুয়ো অর্থলগ্নি সংস্থার একাধিক মামলায় আইনজীবী ছিলেন সঞ্জয় বসু। সেই সূত্র ধরেই ইডির স্ক্যানারে তিনি বলে দাবি সূত্রের। ইতিমধ্যে ১ মার্চ তাঁকে দিনভর বাড়িতে বসিয়ে জেরা করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রায় ২৩ ঘণ্টা তল্লাশি চলে তাঁর বাড়িতে। বুধবার ফের সঞ্জয় বসুকে ইডির দপ্তরে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে। এবার সেই নোটিসকে চ্যালেঞ্জ করে আদালতে গেলেন সরকারি প্যানেলভুক্ত আইনজীবী।
সঞ্জয় বসুর অভিযোগ, তাঁকে বারবার তলব করে হেনস্তা করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এ বিষয়ে বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে মামলা করেছেন তিনি। ইডির পক্ষ থেকে দু’দিনের সময়সীমা চায় আদালতে কাছে। বিচারপতি ইডির আবেদন নামঞ্জুর করেন। আগামিকাল অর্থাৎ বুধবার সকালে মামলার শুনানি।
প্রসঙ্গত, সঞ্জয় বসুর বাড়ি থেকে বেশকিছু নথি নিয়ে গিয়েছিল ইডি। এপ্রসঙ্গে সরব হয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী। ২ মার্চ তিনি বলেছিলেন, “আমার সরকারি আইনজীবী সঞ্জয়। অনেক সরকারি কাগজ ওর কাছে আছে। মামলার কাগজ। গতকাল সকাল থেকে মেঘালয়ের ফল ঘোষণা পর্যন্ত তল্লাশি চলছে। ভাবা যায়? এটা কি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয়? ও আমারও আইনজীবী, আমার সরকারের আইনজীবী।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.