Advertisement
Advertisement

Breaking News

Calcutta High Court

ED’র বিরুদ্ধে হেনস্তার অভিযোগ, রক্ষাকবচ চেয়ে হাই কোর্টে সরকারি প্যানেলভুক্ত আইনজীবী সঞ্জয় বসু

চিট ফান্ড কেলেঙ্কারি সূত্রেই সরকারি প্যানেলভুক্ত আইনজীবীর বাড়িতে তল্লাশি চলে।

Sanjay Basu approaches Calcutta HC for safe guard as ED summons | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:March 14, 2023 1:02 pm
  • Updated:March 14, 2023 1:14 pm  

গোবিন্দ রায়: ইডির (Enforcement Directorate) বিরুদ্ধে হেনস্তার অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ আইনজীবী সঞ্জয় বসু। চাইলেন রক্ষাকবচও। মঙ্গলবার তাঁকে মামলা দায়েরের অনুমতি দিয়েছে আদালত। আগামিকাল জরুরি ভিত্তিতে রাজ্য সরকারের প্য়ানেলভুক্ত আইনজীবীর আবেদনের শুনানি।

ভুয়ো অর্থলগ্নি সংস্থার একাধিক মামলায় আইনজীবী ছিলেন সঞ্জয় বসু। সেই সূত্র ধরেই ইডির স্ক্যানারে তিনি বলে দাবি সূত্রের। ইতিমধ্যে ১ মার্চ তাঁকে দিনভর বাড়িতে বসিয়ে জেরা করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রায় ২৩ ঘণ্টা তল্লাশি চলে তাঁর বাড়িতে। বুধবার ফের সঞ্জয় বসুকে ইডির দপ্তরে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে। এবার সেই নোটিসকে চ্যালেঞ্জ করে আদালতে গেলেন সরকারি প্যানেলভুক্ত আইনজীবী। 

Advertisement

[আরও পড়ুন: ভোপাল গ্যাস দুর্ঘটনায় কেন্দ্রের অতিরিক্ত ক্ষতিপূরণের আরজি খারিজ সুপ্রিম কোর্টে]

সঞ্জয় বসুর অভিযোগ, তাঁকে বারবার তলব করে হেনস্তা করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এ বিষয়ে  বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে মামলা করেছেন তিনি। ইডির পক্ষ থেকে দু’দিনের সময়সীমা চায় আদালতে কাছে। বিচারপতি ইডির আবেদন নামঞ্জুর করেন। আগামিকাল অর্থাৎ বুধবার সকালে মামলার শুনানি।

প্রসঙ্গত, সঞ্জয় বসুর বাড়ি থেকে বেশকিছু নথি নিয়ে গিয়েছিল ইডি। এপ্রসঙ্গে সরব হয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী। ২ মার্চ তিনি বলেছিলেন, “আমার সরকারি আইনজীবী সঞ্জয়। অনেক সরকারি কাগজ ওর কাছে আছে। মামলার কাগজ। গতকাল সকাল থেকে মেঘালয়ের ফল ঘোষণা পর্যন্ত তল্লাশি চলছে। ভাবা যায়? এটা কি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয়? ও আমারও আইনজীবী, আমার সরকারের আইনজীবী।”

[আরও পড়ুন: করোনাকালে মাধ্যমিকে বসতে হয়নি, HS দিতে পরীক্ষা কেন্দ্রের বদলে নিজের স্কুলেই হাজির ছাত্রী!]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement