Advertisement
Advertisement
করোনা

করোনা মোকাবিলায় উদ্যোগী প্রশাসন, কলকাতায় বসল ‘স্যানিটাইজার টানেল’

প্রশাসনের উদ্যোগে খুশি শহরবাসী।

Sanitizer tunnel made in kolkata Ramgarh market area
Published by: Tiyasha Sarkar
  • Posted:April 15, 2020 1:05 pm
  • Updated:April 15, 2020 1:05 pm  

গৌতম ব্রহ্ম: করোনা মোকাবিলায় অভিনব উদ্যোগ নিল কলকাতা পুরসংস্থা। কলকাতার রামগড় বাজারে বসানো হল স্যানিটাইজার টানেল। বুধবার বিকেলেই এই টানেলের উদ্বোধন করবেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। সংক্রমণ রোধে এই টানেল বড়সড় ভূমিকা পালন করবে বলেই মনে করা হচ্ছে।

করোনা আতঙ্কে কাঁটা গোটা বিশ্ব। মারণ ভাইরাসের থাবা থেকে সাধারণ মানুষকে বাঁচাতে প্রতিটি রাজ্য ও কেন্দ্র সরকারের তরফে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। আগেই ভারতেই বিভিন্ন প্রান্ত তথা তামিলনাড়ু, কর্ণাটক, তেলেঙ্গানা, কেরল, চণ্ডীগড়, হরিয়ানা, আহমেদাবাদ, ও নয়ডায় বসানো হয়েছে স্যানিটাইজার টানেল। যে টানেলে প্রবেশ করলেই সোডিয়াম হাইপোক্লোরাইডে জীবাণু মু্ক্ত হয়ে যায় শরীরের বাইরের অংশ। এবার সেই স্যানিটাইজার টানেল বসানো হল কলকাতার রামগড় বাজারে। কলকাতা পুরসংস্থার তরফে এই প্রথম শহরে বসানো হল এই টানেল। জানা গিয়েছে, এই টানেলে প্রবেশ করলেই স্যানিটাইজারের সোডিয়াম হাইপোক্লোরাইডের বাষ্পে জীবাণুমুক্ত হয়ে যাবেন প্রত্যেকে। বুধবার বিকেল ৫ টায় এটির উদ্বোধন করবেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। এরপরই সকলের জন্য খুলে যাবে এই টানেল। এতে শহরবাসী বিশেষভাবে উপকৃত হবেন বলেই মনে করা হচ্ছে। করোনা মোকাবিলায় জনবহুল এলাকায় এই টানেল বসানোয় খুশি সাধারণ মানুষও।

Advertisement

SANITIZER-TUNEL

[আরও পড়ুন: সামাজিক ফতোয়ার চোখরাঙানি, নারায়ণপুরে স্বাস্থ্যকর্মীদের থাকতে না দেওয়ার নিদান স্থানীয়দের]

এই টানেলে যে সোডিয়াম হাইপোক্লোরাইড মিশ্রণ ব্যবহার করা হচ্ছে, তা দিয়েই হাসপাতাল, অ্যাম্বুল্যান্স ও শহরকে সংক্রমন মুক্ত করছে কলকাতা পুরসংস্থা ও রাজ্য সরকার। প্রসঙ্গত, এর আগে প্রশাসনের তরফে হগ মার্কেটে বসানো হয়েছে স্যানিটাইজার গেট। যাতে জনবহুল ওই এলাকায় প্রবেশ ও সেখান থেকে বেরনোর সময় সম্পূর্ণ জীবাণুমুক্ত হয়ে বের হন মানুষ। রেলের উদ্যোগে খড়গপুরে মালগাড়ির চালক ও কর্মীদের জন্যও বসানো হয়েছে স্যানিটাইজার গেট।

[আরও পড়ুন: এবার করোনা পজিটিভ কলকাতা পুলিশের কনস্টেবল, ভরতি এমআর বাঙ্গুর হাসপাতালে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement