সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সারা পৃথিবীতে করোনা ভাইরাস ভয়াবহ রূপ নিয়েছে। ইউরোপ, আমেরিকা, লাতিন আমেরিকা, এশিয়া, আফ্রিকা, অস্ট্রেলিয়া-সহ সব মহাদেশ করোনার গ্রাসে। দীর্ঘ হচ্ছে মৃত্যুমিছিল। বেড়েই চলেছে মারণ ভাইরাসের দাপট। আক্রান্ত ভারত। আক্রান্ত বাংলাও। কতদিন এই পরিস্থিতি চলবে এখনও অজানা। দেশের সরকার ও রাজ্যের সরকার করোনা রুখতে যা যা করা দরকার তাই করছেন। প্রধানমন্ত্রী সকলের কাছে আবেদন জানাচ্ছেন, সাধ্যমতো ত্রাণ তহবিলে সাহায্য করার। রাজ্যর মুখ্যমন্ত্রী পথে নেমে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখছেন। নিজে হাতে দুস্থদের খাদ্যসামগ্রী তুলে দিচ্ছেন।
এই উদ্যোগে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি দুই সরকারের আবেদন সাড়া দিয়ে। অত্যন্ত প্রয়োজনীয় ছিল দেশজুড়ে লকডাউন ঘোষণা করা। ২১ দিনের জন্য তা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই অবস্থায় রাজ্যের মানুষের কাছে আমাদের বিনীত অনুরোধ, সবাই বাড়িতেই থাকুন। সুস্থ থাকুন। রোজকার খবর আমরা আগের মতোই আপনাদের কাছে পৌঁছে দেব। তাতে কোনও ঘাটতি হবে না। ঘরে বসলেই আপনি বিশ্বের খবর পাবেন। এই প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য সবার কাছে আহ্বান করেছেন, সরকারের জরুরি তহবিলে অর্থদান করতে।
তাঁর এই মহৎ উদ্যোগে শামিল ‘সংবাদ প্রতিদিন’। আমরা শুধু খবরই করি না, সামাজিক দায়িত্ব পালনেও যথার্থভাবে এগিয়ে আসি। তাই আমাদের কর্মীরা সিদ্ধান্ত নিয়েছেন দু’দিনের বেতন West Bengal State Emergency Relief Fund-এ দেবেন। সংকটকালে আমাদেরই প্রতিবেশী, সহনাগরিকদের স্বার্থে এই মানবিক দায়িত্ব পালনে আমরা দায়বদ্ধ। একইসঙ্গে অনুরোধ, সবাই মিলে এই যুদ্ধে শামিল হোন। আসুন, একসঙ্গে মারণ জীবাণুর মোকাবিলা করে দেশে সুদিন ফিরিয়ে আনি। সুস্থ পরিবেশ গড়ে তুলি। এই কঠিন সময়ে আমাদের ঐক্যই একমাত্র সম্বল। নোভেল করোনা ভাইরাসের দাপট আমরা রুখে দেবই, এই শপথ উচ্চারিত হোক সমস্বরে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.